ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

ভিভো ওয়াই২৭: প্রি-বুকিংয়ে আকর্ষণীয় উপহার

প্রকাশিত: ২০:২৯, ৬ আগস্ট ২০২৩   আপডেট: ১৬:০১, ৭ আগস্ট ২০২৩
ভিভো ওয়াই২৭: প্রি-বুকিংয়ে আকর্ষণীয় উপহার

এলিট ডুয়েল রিং ডিজাইন, স্মার্ট আউটলুক, ৪৪ ওয়াটের সুপার ফাস্ট চার্জিং এবং ৬.৬৪ ইঞ্চি ফুল এইচডিপ্লাস সান লাইট ডিসপ্লে নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করেছে ভিভো ওয়াই২৭।

চলছে প্রি-বুকিং। পাশাপাশি লাকি ড্র এ অংশগ্রহণ করলে রয়েছে আকর্ষণীয় উপহার। চমৎকার রিরো এন১০, ২ বছর ওয়ারেন্টি বৃদ্ধি করার সুযোগসহ উপহার হিসেবে আরো রয়েছে আকর্ষণীয় ছাতা।

রুচিশীল রঙ, চমৎকার ডিজাইনের ভিভো ওয়াই২৭ পাওয়া যাচ্ছে বারগেন্ডি ব্ল্যাক এবং সি ব্লু নামক দুইটি সুন্দর কালারে। ব্যাক সাইডের ক্যামেরা মডিউলে চোখে পড়বে ভিন্নতা। নেই বক্স আকারের আলাদা ক্যামেরা সেগমেন্ট। এর পরিবর্তে নজর কাড়বে ক্যামেরা বাইরে সোনালি রিং। ডুয়েল ক্যামেরা মডিউল ডিজাইনের সোনালি রঙ বাড়িয়েছে স্মার্টফোনের সৌন্দর্য্য।

আরো পড়ুন:

পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির চার্জে রয়েছে ৪৪ ওয়াটের টাইপ-সি ফ্লাশ চার্জার। একবার শতভাগ চার্জে টানা ১৬ ঘণ্টার বেশি ভিডিও দেখা সম্ভব। সারা দিনের কাজে ব্যবহার করলেও এর চার্জ থাকবে প্রায় দেড় দিন পর্যন্ত। পাশাপাশি উন্নত চার্জিং প্রযুক্তি ব্যবহার করায় ভিভো ওয়াই২৭ শতভাগ চার্জ হবে মাত্র এক ঘণ্টারও কম সময়ে। 

২.৫ ডি কার্ভড ডিজাইনের স্কয়ার আকারের স্মার্টফোনটির বডি ডায়মেনশন ১৬৪.০৬ x ৭৬.১৭ x ৮.০৭ মিমি। ওজন মাত্র ১৯০ গ্রাম। যা বেশ লাইট গ্রিপ দেয়। ২৩৮৮ x ১০৮০ রেজুলেশনের ৬.৬৪ ইঞ্চি ফুল এইচডিপ্লাস সানলাইট ডিসপ্লে পাওয়া যাবে স্মার্টফোনটিতে। তাই রোদের আলোতেও ব্যবহার উপযোগী হবে ভিভো ওয়াই২৭ এর মাল্টিটাচ ক্যাপাসিটিভ ডিসপ্লে। 

ফোনটিতে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসরের সঙ্গে আপডেটেড ফানটাচ ওএস ১৩ অপারেটিং সিস্টেম ব্যবহৃত হওয়ায় বেশ স্মুথ অভিজ্ঞতা পাওয়া যাবে। বাড়বে কাজের গতি। অ্যাপ পরিবর্তন এবং অ্যাপ ডেটা সংরক্ষণ হবে সহজ। সঙ্গে রয়েছে ৬ জিবি র‌্যাম। এক্সটেন্ডড র‌্যাম টেকনোলজি ৩.০ এর জন্য চাইলেই আরো ৬ জিবি র‌্যাম বাড়িয়ে নেওয়া সুবিধা রয়েছে। পাশাপাশি ১২৮ জিবি রম ব্যবহার করা যাবে ভিভোর নতুন এই ফোনে।

৫০ মেগাপিক্সেল আল্ট্রা ক্লিয়ার ক্যামেরায় তোলা ছবি হবে জীবন্ত। টোনালিটি হবে অথেনটিক, ন্যাচারাল এবং এনার্জিটিক। রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল বোকেহ। ক্যামেরায় পোর্ট্রটে মোড, নাইট মোড, প্যারানোমা, লাইভ ছবি, স্লো-মোশন, টাইম ল্যাপস ইত্যাদি আকর্ষণীয় ফিচার রয়েছে।  ভিভো ওয়াই২৭ এর দাম নির্ধারণ করা হয়েছে ২২ হাজার ৯৯৯ টাকা।

/ফিরোজ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়