ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

বাজারে এলো রিয়েলমির নতুন ফোন

প্রকাশিত: ২১:১৮, ৪ সেপ্টেম্বর ২০২৩  
বাজারে এলো রিয়েলমির নতুন ফোন

গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশের বাজারে চ্যাম্পিয়ন সিরিজের স্মার্টফোন সি৫১ উন্মোচন করেছে। এই সিরিজের লক্ষ্য কোনো আপোষ ছাড়াই নির্দিষ্ট স্মার্টফোন সেগমেন্টে অবিশ্বাস্য সব ফিচার নিয়ে আসা।

‘নো লিপ, নো লঞ্চ,’ ব্র্যান্ড প্রতিজ্ঞার সঙ্গে সামঞ্জস্য রেখে সি৫১ -এ ব্যবহারকারীদের কাছে প্রয়োজনীয় ফিচারগুলোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে। ১৫,৯৯৯ টাকা দামের ফোনটিতে চারটি ক্ষেত্রে উল্লেখযোগ্য আপগ্রেড নিয়ে আসা হয়েছে।  

সি৫১ ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, সুপার-ফাস্ট ৩৩ ওয়াটের সুপারভুক চার্জ এবং স্টাইলিশ গ্লিটারিং ডিজাইন; আর সঙ্গে থাকছে ৬৪ জিবির স্টোরেজ। উন্মোচন উপলক্ষে দারাজে অনলাইন ফ্ল্যাশ সেল আয়োজন করেছে রিয়েলমি। নতুন সি৫১ ফোনটি অপেক্ষাকৃত কম মূল্যে কিনতে পারবেন আগ্রহীরা। ফ্ল্যাশ সেল চলাকালে, দারাজ ভাউচার ব্যবহার করে সি৫১ কেনা যাবে ছাড়কৃত মাত্র ১৪,৯৯৯ টাকায়। পাশাপাশি, ক্রেতারা বিনাসুদে সহজ মাসিক কিস্তি সুবিধা, এক্সপ্রেস ডেলিভারি ও ব্র্যান্ড ওয়ারেন্টি উপভোগ করতে পারবেন। আকর্ষণীয় এ অফার উপভোগে ভিজিট করুন: https://cutt.ly/C51FlashSale.

আরো পড়ুন:

রিয়েলমি সি৫১ স্মার্টফোন মাত্র ২৮ মিনিট চার্জে ৫০ শতাংশ চার্জ হবে। ১০ ওয়াটের সি৩১ স্মার্টফোনের তুলনায়, সি৫১ ফোনে চার্জিং গতি দ্বিগুণ। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি। ব্যাটারির তিন ধরনের অবস্থা যথা: সম্পূর্ণ চার্জ অবস্থায় রয়েছে, চার্জ হচ্ছে এবং লো ব্যাটারি– এ তিন ক্ষেত্রে তিন ধরনের ডায়নামিক লাইট দেখা যাবে। এর পাশাপাশি, ব্যবহারকারীরা ডেটা ইউসেজ ও স্টেপ স্ট্যাট ফাংশনও ব্যবহার করতে পারবেন। 

ফটোগ্রাফি নিয়ে আগ্রহীদের জন্য ডিভাইসটিতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, সঙ্গে এফ/১.৮ অ্যাপারচার এবং একটি ৫ মেগাপিক্সেল লেন্স, যা সকল অ্যাঙ্গেল থেকে এইচডি ছবি তুলতে ভূমিকা রাখবে। এছাড়াও, রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যা আনন্দদায়ক মুহূর্তকে নিখুঁত ডিটেইলে ফ্রেমবন্দী করবে। পাশাপাশি, বিস্তৃত পরিসরের উদ্ভাবনী সব ইমেজ ফাংশনের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পছন্দের স্টাইলে ছবি তুলতে পারবেন সি৫১ দিয়ে। 

রিয়েলমি সি৫১ ফোনে ব্যবহারকারীদের স্টোরেজ নিয়ে চিন্তা করতে হবে না, দুশ্চিন্তাবিহীন স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা দিতে ফোনটিতে রয়েছে ৬৪ জিবি স্টোরেজ। ডায়নামিক র‍্যাম এক্সপানশন প্রযুক্তি থাকায় ৪ জিবি র‌্যামের এই ফোনটিতে ৮ জিবি র‌্যামের অভিজ্ঞতা পাওয়া যাবে। এছাড়া ফোনটিতে একইসঙ্গে দুটি ন্যানো সিম কার্ড এবং ১টি মাইক্রোএসডি ব্যবহার করা যাবে, যার ফলে স্টোরেজ এক্সপানশন করা যাবে ২ টেরাবাইট পর্যন্ত। 

নতুন এই ফোনটির ৬.৭৪ ইঞ্চির ফুল স্ক্রিনের পিক ব্রাইটনেস হচ্ছে ৫৬০ নিটস এবং ফোনের ওপরে রয়েছে একটি মিনি-ড্রপ নচ; এর ফলে, ফোনটিতে কিছু দেখার ক্ষেত্রেও স্বাচ্ছন্দ্য অনুভব করবেন ব্যবহারকারীরা। ডিভাইসটির ৭.৯৯ মিলিমিটারের পেছনের অংশে রয়েছে স্টাইলিশ গ্লিটারিং ডিজাইন। রিয়েলমি সি৫১ ডিভাইসটি পাওয়া যাবে দুটি রঙে– মিন্ট গ্রিন ও কার্বন ব্ল্যাক।

/ফিরোজ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়