ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

প্রযুক্তি খাতে ইউআইপাথের আন্তর্জাতিক সম্মাননা পেল জেনেক্স ইনফোসিস

প্রকাশিত: ২০:২৪, ২১ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ২২:৪৬, ২১ সেপ্টেম্বর ২০২৩
প্রযুক্তি খাতে ইউআইপাথের আন্তর্জাতিক সম্মাননা পেল জেনেক্স ইনফোসিস

প্রযুক্তি খাতে ইউআইপাথের আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছে দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান জেনেক্স ইনফোসিস লিমিটেড।

সম্প্রতি শ্রীলংকায় অনুষ্ঠিত এক আন্তর্জাতিক কনফারেন্সে জেনেক্সকে ‘প্রিন্সিপ্যাল রিকগনিশন পুরস্কার’ এ ভূষিত করেছে আন্তর্জাতিক রোবটিক প্রসেস অটোমেশন সফটওয়্যার কোম্পানি ইউআইপাথ। প্রযুক্তিখাতে কাজ করা প্রতিষ্ঠানগুলোর সম্পর্ক জোরদার করার লক্ষ্যে ইগার্ডিয়ান অ্যানুয়াল পার্টনার কনফারেন্স ‘ক্লিক২৩’ শীর্ষক কনফারেন্সটি অনুষ্ঠিত হয়।

দেশের বিভিন্ন খাতে রোবোটিক অটোমেশন প্রসেস বা আরপিএ নিয়ে সফলভাবে কাজ করার স্বীকৃতিস্বরূপ জেনেক্সকে এ সম্মাননা দিয়েছে ইউআইপাথ।

প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ জালাল উদ্দিন বলেন, ‘নিঃসন্দেহে এই স্বীকৃতি জেনেক্স ইনফোসিসের জন্য আরেকটি বড় মাইলফলক। এই অর্জন আমাদের দারুণভাবে অনুপ্রাণিত করবে। এই অর্জনের ফলে প্রযুক্তিনির্ভর চতুর্থ শিল্পবিপ্লবের এই যগে আমাদের গ্রাহকদের প্রযুক্তিগতভাবে প্রস্তুত করতে এবং সাফল্য নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতা প্রদান অনুপ্রাণিত হবো।'

জেনেক্স ইনফোসিসের প্রধান পরিচালনা কর্মকর্তা (সিওও) আবু তৈয়ব বলেন, ‘ইউআইপাথের কাছ থেকে মর্যাদাপূর্ণ এই পুরস্কার প্রাপ্তিতে আমরা সত্যিই আনন্দিত। সরকার, আর্থিক সেবাদাতা, ইনসুরেন্স কোম্পানি, স্বাস্থ্যসেবাদাতা প্রতিষ্ঠান, টেলিকম, লজিস্টিক, এবং নির্মাতা প্রতিষ্ঠান আমাদের প্রযুক্তি সেবা নিয়ে থাকে। এই স্বীকৃতি গ্রাহকের আধুনিকতম অটোমেশন সেবা নিশ্চিত করতে আমাদের প্রতিশ্রুতি এবং কার্যক্রম আর দৃঢ করবে।’

জেনেক্স ইনফোসিস লিমিটেড উদ্ভাবন এবং উৎকর্ষতার মাধ্যমে অব্যাহতভাবে এর প্রযুক্তি সেবা প্রদান করে গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করছে। এর মাধ্যমে জেনেক্স ইনফোসিস বাংলাদেশের প্রযুক্তিখাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

উল্লেখ্য, ইউআইপাথ হচ্ছে ইন্ডাস্ট্রির একমাত্র অ্যান্ড-টু-অ্যান্ড বিজনেস অটোমেশন প্ল্যাটফর্ম এবং এটি মানুষের কাজ করার পদ্ধতিকে নতুন গতিশীলতা দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিংয়ের শক্তিকে কাজে লাগিয়ে ইউআইপাথ সফটওয়্যার রোবটগুলো অনেক রুটিন, পুনরাবৃত্তিমূলক ব্যবসায়িক কাজগুলো করতে সক্ষম হয়।

/ফিরোজ/


সর্বশেষ

পাঠকপ্রিয়