ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

যেভাবে ফিরে আসবে ছ্যাং-এ৬

প্রকাশিত: ২২:২৫, ৭ জুন ২০২৪  
যেভাবে ফিরে আসবে ছ্যাং-এ৬

বৃহস্পতিবার (৬ জুন) চাঁদের অন্ধকার দিক থেকে নমুনা নিয়ে সফলভাবে অ্যাসেন্ডার থেকে রিটার্নার মডিউলে সংযুক্ত হয় চীনের নভোযান ছ্যাং-এ৬। স্থানান্তরিত হওয়ার পর প্রোবটি এখন নির্ধারিত রুটে পৃথিবীর পথে রয়েছে। 

বৃহস্পতিবার বেইজিং সময় দুপুর ২টা ৪৮ মিনিটে ছ্যাং-এ৬ প্রোবের অ্যাসেন্ডারটি সফলভাবে চাঁদের কক্ষপথে থাকা অরবিটার-রিটার্নারের সঙ্গে ডক করে। চীনের জাতীয় মহাকাশ প্রশাসন (সিএনএসএ) এ খবর জানিয়েছে।

সিএনএসএ‘র এক বিশেষজ্ঞ বলেছেন, প্রোবটি পৃথিবীতে ফিরে আসার জন্য প্রস্তুত। ১৪ দিন চাঁদকে প্রদক্ষিণ করার পর এটি চাঁদ-পৃথিবী স্থানান্তর কক্ষপথে প্রবেশ করবে। এর পর পাঁচ দিন প্রোবটি নিজের কক্ষপথ সমন্বয় করবে এবং এ সময়ের মধ্যে এক থেকে তিনটি কক্ষপথে এটি ঘুরবে।

পৃথিবী থেকে প্রায় ৫ হাজার কিলোমিটার উঁচুতে থাকতে প্রোবটি থেকে রিটার্নার আলাদা হবে। এর পরেই এটি বায়ুমণ্ডলে প্রবেশ করবে।

উত্তর চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের সিচিওয়াং বান্নারের অবতরণ এলাকায় নামবে ছ্যাং-এ৬। এর মাধ্যমে চাঁদে যাওয়া ও ফিরে আসা নিয়ে ছ্যাং-এ৬ এর ৫৩ দিনের যাত্রার সমাপ্তি ঘটবে।

হাসান/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়