ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

শুক্র-শনিবার ফ্রি ইন্টারনেট সেবা দেবে গ্রামীণফোন

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৯, ৯ আগস্ট ২০২৪  
শুক্র-শনিবার ফ্রি ইন্টারনেট সেবা দেবে গ্রামীণফোন

কোনো ধরনের রিচার্জ কিংবা প্যাক কেনা ছাড়াই সারাদেশের গ্রাহকদের ফ্রি ইন্টারনেট চালানোর সুযোগ দিয়েছে গ্রামীণফোন।

এই সুযোগের আওতায় আজ (শুক্রবার) এবং আগামীকাল (শনিবার) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা করে মোট ২৪ ঘণ্টা গ্রামীণফোনের গ্রাহকরা পুরোপুরি বিনামূল্যে ইন্টারনেট সেবা পাবেন।

গ্রামীণফোনের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে ছবিটি সংযুক্ত করে এ সংক্রান্ত ঘোষণা দেওয়া হয়েছে। আজ শুক্রবার (৯ আগস্ট) এ সংক্রান্ত একটি ঘোষণা দেওয়া হয়েছে।

সেখানে বলা হয়, এই শুক্র ও শনিবার (৯ ও ১০ আগস্ট) আমাদের নেটওয়ার্কে সবার জন্য ইন্টারনেট ফ্রি। ভোর ৬টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

পোস্টে আরো বলা হয়, এই সুবিধা পেতে কোনো রিচার্জ লাগবে না এবং এই অফার শুধু ৯ ও ১০ আগস্টের জন্য প্রযোজ্য হবে।

/এসবি/


সর্বশেষ

পাঠকপ্রিয়