ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শনিবার একই সারিতে থাকবে পৃথিবী-সূর্য-বৃহস্পতি

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২১, ৬ ডিসেম্বর ২০২৪  
শনিবার একই সারিতে থাকবে পৃথিবী-সূর্য-বৃহস্পতি

ফোর্বস ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৭ ডিসেম্বর) পৃথিবী, সূর্য এবং বৃহস্পতি একই সরলরেখায় অবস্থান করবে। শনিবার সারারাত বৃহস্পতি আকাশে দৃশ্যমান থাকবে। এই অবস্থানকে বলা হয় ‘জুপিটারর্স অপজিশন’।

ফোর্বসের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার বৃহস্পতিকে দেখার জন্য এই সময়ের আগে-পরে এক মাস ধরে এই বিস্ময়কর ঘটনা পর্যবেক্ষণের সুযোগ থাকবে। এমনকি একটি ছোট টেলিস্কোপ বা সাধারণ দূরবীন দিয়েও এই গ্রহের সৌন্দর্য উপভোগ করা যাবে।

এমন বিরল মহাজাগতিক ঘটনা কেবল সৌরজগতের রহস্য ও সৌন্দর্যের প্রতি মানুষের কৌতূহল বাড়ায়।

বিজ্ঞানীরা বলেছেন, শুক্রবার পৃথিবী থেকে প্রায় ৬১১ মিলিয়ন কিলোমিটার বা ৩৮০ মিলিয়ন মাইল দুরে  থাকবে বৃহস্পতি।এই দূরত্বে বৃহস্পতিকে বেশ উজ্জল দেখাবে।

সূত্র: বাসস

ঢাকা/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়