গুগল স্ট্রিট ভিউতে ঢাকা ও চট্টগ্রাম
মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম
স্ট্রিট ভিউ ছবি তোলার জন্য গুগলের বিশেষ গাড়ি
বিজ্ঞান-প্রযুক্তি প্রতিবেদক : গুগলের স্ট্রিট ভিউ সুবিধায় প্রথমবারের মতো যুক্ত হলো বাংলাদেশ। প্রাথমিকভাবে ঢাকা ও চট্টগ্রামে চালু হয়েছে এ সেবা। ফলে সহজেই অনলাইনে ঢাকা ও বন্দরনগরীর প্রধান প্রধান সড়ক ও অলিগলি চিনে পথ চলা যাবে। www.google.com/streetview ঠিকানা থেকে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন স্থানের ছবি দেখা যাবে। জানা যাবে নির্দিষ্ট এলাকা সম্পর্কে।
স্ট্রিট ভিউ ব্যবহারের সুবিধায় স্মার্টফোনের জন্য বিশেষ অ্যাপস রয়েছে। যার মাধ্যমে স্ট্রিট ভিউ সুবিধা নিতে পারবেন ব্যবহারকারীরা। বর্তমানে বিশ্বের ৫০টি দেশে গুগল স্ট্রিট ভিউ সুবিধা দিচ্ছে গুগল। এ তালিকায় এবার বাংলাদেশের নাম যুক্ত হয়েছে। গুগল এ সুবিধা প্রথম চালু করে ২০০৭ সালে যুক্তরাষ্ট্রে।
গুগল ম্যাপ মেকার দল ম্যাপিং বাংলাদেশ সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৫ নভেম্বর বাংলাদেশে গুগল স্ট্রিট ভিউ প্রকল্প যাত্রা শুরু হয়। প্রায় দু’বছরের প্রচেষ্টায় ২২ জানুয়ারি বৃহস্পতিবার থেকে ঢাকা ও চট্রগ্রামের রাস্তার থ্রিডি প্রযুক্তির প্যানোরমা ভিউ গুগল স্ট্রিট ভিউতে উন্মুক্ত করা হয়েছে। বাংলাদেশের পথঘাট, আকর্ষণীয় পর্যটন স্থান ও বিভিন্ন রেস্টুরেন্টের অবস্থান ও ছবি তুলে ধরতে গত বছরের ১৪ ফেব্রুয়ারি ঢাকার উত্তরা থেকে যাত্রা শুরু করে গুগলের স্ট্রিট ভিউ গাড়ি।
গুগল স্ট্রিট ভিউ এমন একটি প্রযুক্তি সুবিধা, যার মাধ্যমে গুগল ম্যাপস এবং গুগল আর্থে প্যানারোমিক ভিউতে ছবি দেখার পাশাপাশি বিশ্বের যে কোনো নির্দিষ্ট রাস্তার পূর্ণাঙ্গ চিত্র দেখা যায়। দেশের অন্যান্য জেলাগুলোতেও পর্যায়ক্রমে এ সুবিধা চালু হবে বলে জানা গেছে।
এতে বাংলাদেশে পর্যটকদের সংখ্যাও বাড়বে বলেও আশাবাদী অনেকেই। স্ট্রিট ভিউয়ের ছবিগুলো বাংলাদেশের ব্যস্ত রাস্তাকে নতুন আঙ্গিকে দেখার সুযোগ করে দেওয়ার পাশাপাশি বিদেশি বিনিয়োগ ও পর্যটক- এ দুটোকেই বাংলাদেশের দিকে আকৃষ্ট করবে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
রাইজিংবিডি/ঢাকা/২৪ জানুয়ারি ২০১৫/ফিরোজ
রাইজিংবিডি.কম