ঢাকা     মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৩ ১৪৩১

সেলস অফিসার নেবে ওয়ালটন, পদ সংখ্যা ২০০

ফিচার ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৭, ৫ জানুয়ারি ২০২২   আপডেট: ১৮:৪১, ৫ জানুয়ারি ২০২২
সেলস অফিসার নেবে ওয়ালটন, পদ সংখ্যা ২০০

প্রযুক্তি পণ্য উৎপাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ল্যাপটপ এবং আইটি পণ্যের সেলস অফিসার হিসেবে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: সেলস অফিসার-ল্যাপটপ অ্যান্ড প্রোডাক্টস (শোরুম)

পদ সংখ্যা: ২০০।

আরো পড়ুন:

চাকরির বিবরণ: ফিল্ড স্টাডি এবং মার্কেট রিচার্স (প্রোডাক্ট, মার্কেট অ্যান্ড কনজ্যুমার সার্ভে) করে নিজস্ব কর্ম অঞ্চলে প্রোডাক্টের বিক্রয় বাড়াতে হবে। নিজস্ব এবং সাংগঠনিক কৌশল অনুসরণ করে কর্ম অঞ্চলের বিক্রয় টার্গেট পূরণে কাজ করতে হবে। প্রয়োজনীয় সহায়তা এবং তথ্য দিয়ে গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। ব্র্যান্ডিং, বিজ্ঞাপন এবং প্রচারণামূলক কাজ করতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি বা বিএসসি ডিগ্রি। যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারীও আবেদন করতে পারবেন।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকা লাগবে। তবে চাকরির পূর্ব অভিজ্ঞতা না থাকলে এ পদে আবেদন করা যাবে। আইটি পণ্য সম্পর্কে ভালো প্রযুক্তিগত জ্ঞান থাকা লাগবে।

কর্মস্থল: দেশের যেকোনো স্থান।

বেতন: আলোচনা সাপেক্ষে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৩১ জানুয়ারি, ২০২২।

তথ্যসূত্র: বিডি জবস

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়