ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

বিএএফ শাহীন কলেজ ঢাকা’র স্কুল ও কলেজ শাখায় চাকরি

ফিচার ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৫, ২২ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৪:২৯, ২২ ফেব্রুয়ারি ২০২৪
বিএএফ শাহীন কলেজ ঢাকা’র স্কুল ও কলেজ শাখায় চাকরি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজধানীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান বিএএফ শাহীন কলেজ ঢাকা। প্রতিষ্ঠানটি স্কুল ও কলেজ শাখায় বিভিন্ন বিষয়ে শিক্ষক নেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। 

কলেজ শাখা, বাংলা ভার্সন, প্রভাতী শিফট

পদের নাম: প্রদর্শক

আরো পড়ুন:

বিষয় ও পদ সংখ্যা: পদার্থবিজ্ঞান- ১ জন, রসায়ন- ১ জন।

কলেজ শাখা, ইংরেজি ভার্সন, প্রভাতী শিফট

পদের নাম: প্রদর্শক

বিষয় ও পদ সংখ্যা: পদার্থবিজ্ঞান- ১ জন, রসায়ন- ১ জন, আইসিটি - ১ জন, জীববিজ্ঞান (উদ্ভিদ)- ১ জন।

স্কুল শাখা-মাধ্যমিক, ইংরেজি ভার্সন, প্রভাতি শিফট

পদের নাম: সহকারী শিক্ষক

বিষয় ও পদ সংখ্যা: ইংরেজি- ১ জন, গণিত- ১ জন, নৃত্য- ১ জন। 

স্কুল শাখা-মাধ্যমিক, ইংরেজি ভার্সন, দিবা শিফট

পদের নাম: সহকারী শিক্ষক

বিষয় ও পদ সংখ্যা: ইতিহাস ও সামাজিক বিজ্ঞান- ২ জন, ইংরেজি- ২ জন। 

স্কুল শাখা-প্রাথমিক, বাংলা ভার্সন, প্রভাতি শিফট

পদের নাম: সহকারী শিক্ষক

বিষয় ও পদ সংখ্যা: সাধারণ- ২ জন।

স্কুল শাখা-প্রাথমিক, বাংলা ভার্সন, দিবা শিফট

পদের নাম: সহকারী শিক্ষক

বিষয় ও পদ সংখ্যা: সাধারণ- ৭ জন।

শিক্ষাগত যোগ্যতা 

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো-২০২১ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় শ্রেণি/সমমান গ্রহণযোগ্য হবে না। বিস্তারিত জানতে ভিজিট করুন: bafsdjobs.apply.ac/শিক্ষাগত-যোগ্যতা

বয়সসীমা

সর্বোচ্চ ৩৫ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

বেতন স্কেল

প্রদর্শক ১৬,০০০-৩৮,৬৪০ টাকা। সহকারী শিক্ষক (প্রশিক্ষণপ্রাপ্ত)  ১৬,০০০-৩৮,৬৪০ টাকা, (প্রশিক্ষণবিহীন) ১২,৫০০-৩০,২৩০ টাকা। এছাড়া প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, নগর ভাতা, উৎসব ভাতা, ৫% স্পেশাল ভাতা, চাকরি স্থায়ীকরণ সাপেক্ষে স্বাস্থ্য বীমা, ১০% কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি সুবিধা রয়েছে। ইংরেজি ভার্সনের জন্য অতিরিক্ত (মাসিক) ৩০০০ টাকা প্রদান করা হবে। 

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদেরকে অনলাইনে www.bafsd.edu.bd অথবা bafsdjobs.apply.ac ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আগামী ৯ মার্চ ২০২৪ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

/ফিরোজ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়