ঢাকা     মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৩ ১৪৩১

ইস্টার্ন ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ

চাকরি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৮, ৫ জানুয়ারি ২০২৫  
ইস্টার্ন ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ

ইস্টার্ন ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। একাধিক পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। 

পদের নাম: ট্রেইনি অফিসার-কার্ড অ্যাকুইজিশন

পদ সংখ্যা: নির্ধারিত না।

আরো পড়ুন:

যোগ্যতা: কমপক্ষে স্নাতক পাস। সংশ্লিষ্ট কাজে ছয় মাসের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তবে সদ্য স্নাতক পাস করা প্রার্থীরাও আবেদন করতে পারবেন। বাংলা ও ইংরেজি ভাষায় কথা বলা ও লেখায় সাবলীল হতে হবে। অনলাইন সফটওয়্যার ও মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনে কাজ করার মতো কম্পিউটার দক্ষতা থাকতে হবে।  

কর্মস্থল: ঢাকা, চট্টগ্রাম।

বেতন: ৩১,০০০ টাকা এবং প্রতিষ্ঠানের পলিসি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা। ১ বছর পর পারফরম্যান্সের ভিত্তিতে ইস্টার্ন ব্যাংকে স্থায়ী পদে চাকরির জন্য লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ।

পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার-অপারেশন্স ডিভিশন

পদ সংখ্যা: নির্ধারিত না।

যোগ্যতা: সিজিপিএ ৩.০ বা তার বেশিসহ ব্যবসায় ন্যূনতম স্নাতক। শক্তিশালী আন্তঃব্যক্তিক এবং যোগাযোগ দক্ষতা থাকতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেলসহ কম্পিউটার ব্যবহারের পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে।  

কর্মস্থল: ঢাকা, চট্টগ্রাম।

বেতন: ৩১,০০০ টাকা এবং প্রতিষ্ঠানের পলিসি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা। ১ বছর পর পারফরম্যান্সের ভিত্তিতে ইস্টার্ন ব্যাংকে স্থায়ী পদে চাকরির জন্য লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের অনলাইনে ইস্টার্ন ব্যাংকের ওয়েবসাইটের www.ebl.com.bd/career মাধ্যমে আবেদন করতে হবে। ‘ট্রেইনি অফিসার-কার্ড অ্যাকুইজিশন’ পদে আবেদনের শেষ তারিখ ৭ জানুয়ারি, ২০১৫। ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার-অপারেশন্স ডিভিশন’ পদে আবেদনের শেষ তারিখ ৯ জানুয়ারি, ২০১৫।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়