ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ

অগ্রণী ব্যাংকের বড় জয়

আমিনুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০১, ৮ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
 অগ্রণী ব্যাংকের বড় জয়

ক্রীড়া প্রতিবেদক : মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে মঙ্গলবার একটি ম্যাচ অনুষ্ঠিত হয়। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হয় ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও অগ্রণী ব্যাংক স্পোর্টিং ক্লাব। ম্যাচে ৪-১ গোলের বড় জয় পেয়েছে অগ্রণী ব্যাংক। লিগে এটা তাদের প্রথম জয়।

 

এ জয়ের ফলে ৩ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে অগ্রণী ব্যাংক স্পোর্টিং ক্লাব। অন্যদিকে ভিক্টোরিয়া স্পোর্টিং তিন ম্যাচের তিনটিতেই হেরে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে

 

মঙ্গলবার ম্যাচে যে পাঁচটি গোল হয়েছে, তার দ্বিতীয়ার্ধেই হয়েছে। ৬৩ মিনিটে অগ্রণী ব্যাংকের তেনজিং গোল করে দলকে এগিয়ে নেন। ৭৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন মতিউর। ৭৮ মিনিটে জিল্লুর গোলে ব্যবধান হয় ৩-০। আর ৮১ মিনিটে মতিউর তার জোড়া গোল পূর্ণ করলে অগ্রণী ব্যাংক এগিয়ে যায় ৪-০ গোলে। ম্যাচের যোগ করা সময়ে ভিক্টোরিয়ার সুজন একটি গোল শোধ দেন। তাতে কেবল হারের ব্যবধানই কমে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৮ নভেম্বর ২০১৬/আমিনুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়