ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিবিসির জ্বলে ওঠার অপেক্ষায় জিদান

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৭, ২৭ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিবিসির জ্বলে ওঠার অপেক্ষায় জিদান

ক্রীড়া ডেস্ক : করিম বেনজেমা, গ্যারেথ বেল, ক্রিস্টিয়ানো রোনালদো (বিবিসি) চলতি মৌসুমে এখনো একসঙ্গে জ্বলে উঠতে পারেননি। তাদের তিনজনের জ্বলে ওঠার অপেক্ষায় আছেন রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান। সম্প্রতি ইনজুরি থেকে ফিরেছেন বেল। এবার তিনজন একসঙ্গে মাঠে নামতে পারবেন।

তাদের বিষয়ে জিদান বলেন, ‘আমি বেনজেমা, বেল ও রোনালদোকে একসঙ্গে খেলতে দেখতে চাই। কারণ, এই তিনজনকে আমি একসঙ্গে অনেকদিন ধরে খেলতে দেখছি না। আগামীকাল থেকে বেল আমাদের সঙ্গে যোগ দিচ্ছে। ফুয়েনলাব্রাদারের বিপক্ষে তাকে মাঠে নামানো হবে। দ্রুততম সময়ে বেলকে আমি তার শতভাগে দেখতে চাই।’

তিনি আরো বলেন, ‘আমি মনে করি সে বেশ ভালো করছে। মূল কথা হচ্ছে তাকে খেলতে হবে এবং পূর্ণগতিতে খেলতে হবে।’

লা লিগায় গোললাইন প্রযুক্তির ব্যবহারের পক্ষে মত দিয়ে জিদান বলেন, ‘আমিও চাই গোললাইন প্রযুক্তির ব্যবহার হোক। প্রযুক্তি অনেক কিছুই বদলে দিতে পারে। এটা এমনই একটি পদ্ধতি যেটা ফুটবলকে উন্নত করবে। আমি বিতর্কের বিষয়ে কথা বলতে চাই না। ফুটবলে যেকোনো কিছু ঘটতে পারে।’



রাইজিংবিডি/ঢাকা/২৭ নভেম্বর ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়