ঢাকা     বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ২ ১৪৩১

ব্রাজিল বনাম আর্জেন্টিনা: কে যাচ্ছে ফাইনালে?

মো. নুরুল আমিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪৩, ২৯ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্রাজিল বনাম আর্জেন্টিনা: কে যাচ্ছে ফাইনালে?

ক্রীড়া ডেস্ক: এ এক শতবর্ষ পুরনো দ্বৈরথ। ফুটবলের ‘সুপার ক্লাসিকো’। দুই কুলীন ফুটবলপাগল জাতির লড়াই। পেলে-ম্যারাডোনার দেশের লড়াই। যেভাবেই বিশেষায়িত করা হোক না কেন আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের চেয়ে বড় বিজ্ঞাপন, বড় উপলক্ষ আর হতে পারে না। আর তা যদি হয় মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ের সেমিফাইনালে তাহলে তো কথাই নেই।

ফুটবল্ভক্তদের সামনে আরো একবার সুযোগ এই অদ্বিতীয় শ্রেষ্ঠত্বের লড়াই উপভোগ করার। কোপা আমেরিকা ২০১৯ এ প্যারাগুয়েকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে স্বাগতিক ব্রাজিল আর ভেনেজুয়েলাকে হারিয়ে উঠেছে আর্জেন্টিনা। ফাইনালে উঠার লড়াইয়ে তাই একে অপরের মুখোমুখি হবে এ দুই দল। ম্যাচটি হবে বেলো হরিজন্তেতে বাংলাদেশ সময় ৩ জুলাই ভোর সাড়ে ছয়টায়।

এ পর্যন্ত মোট ১৪ বার কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা আর ব্রাজিলের ঘরে গেছে ৮ টি। অপরদিকে ঘরের মাঠে চারবারের প্রতিবারই শিরোপা জিতেছে ব্রাজিল। দুই ঐতিহ্যবাহী সফল দলের সমৃদ্ধ ইতিহাস একটি জমজমাট লড়াইয়ের ই আভাস দিচ্ছে।

কোপা আমেরিকায় দুই দলের সর্বশেষ দেখায় ২০০৭ আসরের ফাইনালে আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়েছিল ব্রাজিল।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৯ জুন ২০১৯/নুরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়