ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সুয়ারেজের টাইব্রেকার মিসে পেরুর কাছে উরুগুয়ের হার

মো. নুরুল আমিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩৩, ৩০ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সুয়ারেজের টাইব্রেকার মিসে পেরুর কাছে উরুগুয়ের হার

ক্রীড়া ডেস্ক: ম্যাচ শেষে জার্সিতে মুখ লুকিয়ে লুইস সুয়ারজের কান্নার ছবিটাই ম্যাচের প্রতীকী ছবি হয়ে রইল। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে যে ততক্ষনে পেরুর কাছে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে হেরে গেছে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। আর তাতে খলনায়কের নাম সুয়ারেজ।

দলের হয়ে প্রথম শট নিতে এসেই মিস করে বসেন সুয়ারেজ। তার জোরালো শট বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন পেরুর গোলরক্ষক পেদ্রো গাইয়েসে। এরপর আর মিস করেননি দুই দলের কেউই। আর তাতেই বাজিমাত পেরুর। সর্বশেষ চার কোপা আমেরিকা আসরে এ নিয়ে তৃতীয় বার সেমির টিকিট নিশ্চিত করলো রিকার্দো গারেকা’র শিষ্যরা।

এর আগে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় গোলশুন্যভাবে। ম্যাচে বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েছিল উরুগুয়ে। পোস্টের খুব কাছ থেকে বল জালের উপর দিয়ে পাঠিয়ে দেন স্ট্রাইকার কাভানি। দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে আরেকটি সহজ সুযোগ নষ্ট করেন অধিনায়ক দিয়েগো গোদিন। কিন্তু এরপরো জালের ঠিকানা খুঁজে পেয়েছিলেন উরুগুয়ের খেলোয়াড়েরা। কিন্তু আররাসকায়েতা, কাভানি, সুয়ারেজের তিন তিনটি গোল একে একে অফসাইডের কারণে বাতিল হয় ভিডিও রেফারির রিভিউতে।

২০১১ সালে কোপা আমেরিকা জয়ের পর এ নিয়ে টানা তিনবার সেমি ফাইনালে উঠতে ব্যর্থ হল উরুগুয়ে।

সেমিফাইনালে পেরুর প্রতিপক্ষ কোপা আমেরিকার গত দুই আসরের চ্যাম্পিয়ন চিলি।


রাইজিংবিডি/ঢাকা/৩০ জুন ২০১৯/নুরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়