ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

উইম্বলডনের ফাইনালে ফেদেরারকে হারালেন জোকোভিচ

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২১, ১৫ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উইম্বলডনের ফাইনালে ফেদেরারকে হারালেন জোকোভিচ

ক্রীড়া ডেস্ক : উইম্বলডন ওপেনে মেয়েদের এককে কিংবদন্তি সেরেনা উইলিয়ামসকে হারাতে মাত্র ৫৬ মিনিট সময় নিয়েছিলেন সিমোনা হালেপ। অন্যদিকে পুরুষের এককে জমজমাট ম্যারাথন এক লড়াই দেখেছে টেনিস ভক্তরা।  ৪ ঘন্টা ৫৫ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে রজার ফেদেরারকে হারিয়ে শিরোপা নিজের করে নিয়েছেন নোভাক জোকোভিচ।

এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো প্রতিযোগিতাটির শিরোপা জিতলেন জোকোভিচ। শিরোপা নির্ধারনী লড়াইয়ে ফেদেরারকে ৭-৬, ১-৬, ৭-৬, ৪-৬, ১৩-১২(৭-৩) গেমে হারিয়েছেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা।

সেন্টার কোর্টে রোববার পুরুষ এককের শিরোপা লড়াইয়ে প্রথম সেট হারের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন রেকর্ড ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরার। তৃতীয় সেটে আবারও বাজিমাত করেন জোকোভিচ। বারবার পট পরিবর্তনের রোমাঞ্চকর ম্যাচে শেষ সেট গড়ায় টাইব্রেকারে। স্নায়ুচাপ ধরে রেখে উইম্বলডনে পঞ্চম শিরোপা জিতেন সার্বিয়ান তারকা। তবে এমন লড়াইয়ের পর ৩৮ বছর বয়সে পা রাখতে যাওয়া ফেদেরারকেও পরাজিত দেখছেন না টেনিসপ্রেমীরা।

অন্যদিকে এ শিরোপার মধ্যে দিয়ে সম্প্রতি দারুণ ফর্মে থাকা জোকোভিচ গত ১২ মাসে পাঁচ গ্র্যান্ড স্ল্যামের চারটিতে ফাইনালে উঠে সবকটিতেই জয় পেয়েছেন। ক্যারিয়ারে ৩২ বছর বয়সী তারকার এটি ১৬টি গ্র্যান্ডস্ল্যাম শিরোপা।

কিংবদন্তি রজার ফেদেরারের বিপক্ষে এমন লড়াইয়ে পর উচ্ছ্বসিত জোকোভিচ। শিরোপা বগলদাবা করার পর সার্বিয়ান তারকা বলেন, ‘এটা পুরোপুরি স্বপ্নের মতো। অসাধারণ একটি ম্যাচ ছিল। দীর্ঘ লড়াই, ম্যাচটিতে সবকিছু ছিল। নোভাক, তোমাকে অভিনন্দন।’

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ জুলাই ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়