ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আরেকটি ধাক্কা খেল ইংল্যান্ড

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫১, ৭ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আরেকটি ধাক্কা খেল ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক : লর্ডস টেস্টের আগে আরেকটি ধাক্কা খেল ইংল্যান্ড। চোটের কারণে অ্যাশেজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন ফাস্ট বোলার অলি স্টোন।

মঙ্গলবার এজবাস্টনে অনুশীলনের সময় পিঠে চোট পেয়েছেন ২৫ বছর বয়সি স্টোন। বুধবার বিষয়টি নিশ্চিত করেছে তার ক্লাব ওয়ারউইকশায়ার।

ক্লাবের ক্রীড়া পরিচালক পল ফারব্রেস বলেছেন, ‘অলির জন্য এটা খুবই হতাশাজনক যে পিঠের চোটের কারণে গুরুত্বপূর্ণ দুই সপ্তাহ তাকে ক্রিকেটের বাইরে থাকতে হবে।’

এই চোটটা স্টোনের জন্য অবশ্য নতুন নয়। এ বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ সফরের সময়ও পিঠে চোটে পেয়েছিলেন তিনি।

প্রথম টেস্টে পাওয়া চোটের কারণে আগেই লর্ডস টেস্ট থেকে ছিটকে গেছেন ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ উইকেটশিকারি জেমস আন্ডারসন। লর্ডসে অ্যান্ডারসনের সম্ভাব্য বদলি হতে পারতেন আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া স্টোন। তবে চোট সেটি হতে দিল না।

এজবাস্টনে প্রথম টেস্টের ১৪ সদস্যের দলে ছিলেন স্টোন। তবে একাদশে সুযোগ পাননি।

আগামী ১৪ আগস্ট শুরু হবে দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ২৫১ রানে হেরে পাঁচ ম্যাচের সিরিজে পিছিয়ে আছে ইংল্যান্ড।


রাইজিংবিডি/ঢাকা/৭ আগস্ট ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়