ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

হোম সিরিজে বিশ্রাম চেয়েছেন তামিম

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫২, ১০ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হোম সিরিজে বিশ্রাম চেয়েছেন তামিম

ক্রীড়া প্রতিবেদক: তামিম ইকবালকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।

টানা খেলার উপর থাকা তামিম শুনলেন অধিনায়কের কথা। সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট এবং আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন হোম সিরিজে বিশ্রাম চেয়েছেন তামিম। বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্বকাপটা তার জন্য ভালো কাটেনি মোটেই। শ্রীলঙ্কা সিরিজটা ছিল ব্যর্থতার বৃত্ত ভাঙার বড় সুযোগ। কিন্তু তামিম ইকবাল সুযোগ কাজে লাগাতে পারেননি। উল্টো এই সিরিজের পারফরম্যান্স ছিল আরো বিবর্ণ। এই অবস্থা থেকে উত্তরণের জন্য বাঁহাতি ওপেনারকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন সাকিব।

তামিম ক্রিকেট পরিচালনা বিভাগে একটি চিঠি পাঠিয়েছেন। অনুরোধ করেছেন আসন্ন হোম সিরিজে তাকে বিবেচনা না করতে। আকরাম খান বলেছেন,‘আমরা তামিমের থেকে একটি চিঠি পেয়েছি। আসন্ন হোম সিরিজে সে বিশ্রাম চেয়েছে। আমরা তার বিষয়ে ঈদের পর সিদ্ধান্ত নেব।’

শ্রীলঙ্কায় তিন ম্যাচে তামিম করেছেন মাত্র ২১ রান। এর আগে বিশ্বকাপে একটি ফিফটিসহ আট ইনিংসে ২৯.৩৭ গড়ে রান করেছেন মাত্র ২৩৭ রান।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট শুরু হবে ৫ সেপ্টেম্বর। এরপর ত্রিদেশীয় সিরিজ শুরু হবে ১৩ সেপ্টেম্বর।


রাইজিংবিডি/ঢাকা/১০ জুলাই ২০১৯/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়