ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

এতো প্রতিবেদক জীবনেও দেখিনি : ডমিঙ্গো

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৩, ২১ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এতো প্রতিবেদক জীবনেও দেখিনি : ডমিঙ্গো

ক্রীড়া প্রতিবেদক : ক্রিকেটের প্রতি বাংলাদেশিদের যে ভালোবাসা তা দেখে মুগ্ধ বাংলাদেশের নবনিযুক্ত কোচ রাসেল ডমিঙ্গো।

বাংলাদেশিদের ক্রিকেট প্রীতি মনে ধরে তার। মানুষের ক্রিকেট নিয়ে যে আগ্রহ তা নাড়া দিয়েছে দক্ষিণ আফ্রিকান কোচকে। গতকাল বিকেলে ঢাকা পা রাখেন ডমিঙ্গো। তাকে বরণ করতে বিমানবন্দরে গিয়েছিল গণমাধ্যম। হাত নাড়িয়ে শুধু জানিয়েছিলেন, হেয়ার আই কাম।’

আজ সাত সকালে মিরপুরে হাজির ডমিঙ্গো। সঙ্গী শার্ল ল্যাঙ্গাভেল্ট। স্বদেশী এ পেসার পেয়েছেন বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্ব। জাতীয় দলের অনুশীলন জার্সিতে সকালেই ক্রিকেটারদের সঙ্গে পরিচয় পর্ব সেরে নেন দুই প্রোটিয়ান। ক্রিকেটারদের সঙ্গে টুকটাক কাজও করেন। সকাল সাড়ে দশটায় দুজন চলে আসেন সংবাদ সম্মেলনে। মিরপুরের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে থ’ ডমিঙ্গো! মুখ থেকে বের হওয়া প্রথম কথা,‘এতো লোক…!’

ডমিঙ্গোকে দিয়েই শুরু হলো সংবাদ সম্মেলন। এক প্রশ্নের উত্তরে জানালেন, বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করতে কোন বিষয়টি তাকে সবথেকে বেশি আকৃষ্ট করেছে,‘আমার মনে হয় এটা আমার সপ্তম বাংলাদেশ সফর। ২০০৪ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে আমি প্রথম বাংলাদেশে এসেছিলাম, অবশ্যই অনেক আগের কথা। সত্যি বলতে ক্রিকেট নিয়ে এদেশের মানুষের আগ্রহ এতটাই প্রবল যে আমাকে এটি ভীষণভাবে নাড়া দিয়েছে।’

‘দক্ষিণ আফ্রিকায় যেটা হয়, দেশের কোনো ম্যাচে আট কিংবা নয় জন প্রতিবেদক সংবাদ সম্মেলনে উপস্থিত থাকে।  আমি আমার জীবনেও এতো প্রতিবেদক দেখিনি।  বিমানবন্দরে প্রায় এক’শ ক্যামেরা ছিল।  তাদের সামলাতে পুলিশ লেগেছিল। ক্রিকেটের প্রতি এ উন্মাদনা আমাকে সবথেকে বেশি স্পর্শ করেছে।  এখানে ক্রিকেটের প্রতি আলাদা ভালোবাসা রয়েছে।  এটিই বাংলাদেশের প্রতি আগ্রহী করে তুলেছে।’- বলেছেন ডমিঙ্গো।

চাকরিজীবীদের প্রথম দিনের অফিস মানেই ‘হানিমুন পিরিয়ড’। ডমিঙ্গো মিরপুরে এমন দিন পার করলেন। ‘এখানে এসে ভালো লাগছে। ভোর ৬টায় ঘুম থেকে উঠলাম। মাত্র ২০ মিনিট লাগল মাঠে আসতে। মনে মনে ভেবেছিলাম দেড় ঘন্টা লাগবে।’ ‘মাঠে অনেকের সঙ্গে দেখা হলো। এখনও সবাই যোগ দেয়নি।  মারিও ছেলেদের সঙ্গে কাজ করছে কিছুদিন হল। সকালে ওদের ঘাম ঝরাতে দেখে ভালো লেগেছে। দ্বিতীয় সেশন হবে কিছুক্ষণ পরই। তাদের সঙ্গে কাজে যোগ দিয়ে ভালো লাগছে।’ – যোগ করেন ৪২ বছর বয়সী ডমিঙ্গো।

পরিচয় পর্ব, হাসি ঠাট্টা আর আনন্দে প্রথম দিন কাটিয়ে দিয়েছেন ডমিঙ্গো। বসে থাকার সুযোগ নেই। সামনেই আফগানিস্তান সিরিজ। সেই প্রস্তুত নিতে মাঠে নামতে হচ্ছে শীঘ্রই।

 

রাইজিংবিডি/ঢাকা/২১ আগস্ট ২০১৯/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়