ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বার্কলির পেনাল্টি মিসে চেলসির হার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৯, ১৮ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বার্কলির পেনাল্টি মিসে চেলসির হার

চেলসির চ্যাম্পিয়নস লিগে ফেরার শুরুটা সুখকর হয়নি। নিজেদের প্রথম ম্যাচে ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার কাছে হেরেছে ইংলিশ ক্লাবটি।

স্ট্যামফোর্ড ব্রিজে মঙ্গলবার রাতে ‘এইচ’ গ্রুপের ম্যাচটি স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়া জিতেছে ১-০ গোলে। শেষ দিকে চেলসির হয়ে পেনাল্টি মিস করেছেন রস বার্কলি।

চেলসির কোচ হিসেবে চ্যাম্পিয়নস লিগে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের শুরুটা হলো হার দিয়ে। আর কোনো চেলসি কোচের এমন অভিজ্ঞতা হয়নি।

ভ্যালেন্সিয়া ইউরোপিয়ান প্রতিযোগিতায় প্রথমবারের মতো হারাল চেলসিকে। পাশাপাশি চ্যাম্পিয়নস লিগে ইংল্যান্ডের মাটিতে এটি দ্বিতীয় জয় তাদের (৭ ড্র, ৩ হার)। প্রথম জয়টা ছিল ২০০২ সালের অক্টোবরে লিভারপুলের মাঠে ১-০ গোলে।

গোলশূন্য প্রথমার্ধের পর ৭৪ মিনিটে একমাত্র গোলটা পেয়েছে ভ্যালেন্সিয়া। দানিয়েল পারেজোর ফ্রি-কিক থেকে আসা বল বাঁ পায়ের শটে জালে পাঠান রদ্রিগো।

নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল চেলসি। হ্যান্ডবলের জন্য ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। তবে পেনাল্টি থেকে বল বারে মারেন আট মিনিট আগেই বদলি হিসেবে নামা বার্কলি।

গ্রুপের আরেক ম্যাচে নিজেদের মাঠে লিলকে ৩-০ গোলে হারিয়েছে গতবারের সেমিফাইনালিস্ট আয়াক্স।


ঢাকা/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ