ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

হ্যাটট্রিক করে হালান্ডের রেকর্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৬, ১৮ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হ্যাটট্রিক করে হালান্ডের রেকর্ড

আর্লিং ব্রাউট হালান্ডের চ্যাম্পিয়নস লিগ অভিষেকটা এর চেয়ে ভালো আর হতে পারত না!

মঙ্গলবার রাতে ‘ই’ গ্রুপের ম্যাচে বেলজিয়ান চ্যাম্পিয়ন জেঙ্ককে ৬-২ গোলে হারিয়েছে অস্ট্রিয়ান ক্লাব রেড বুল সালজবুর্গ। দলের ছয় গোলের তিনটিই, মানে হ্যাটট্রিক করেছেন হালান্ড।

ইউরোপ সেরার মঞ্চে নিজের অভিষেক ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল পেয়ে যান তিনি। এরপর প্রথমার্ধেই আরো দুইবার প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন নরওয়ের ১৯ বছর বয়সি ফরোয়ার্ড।

চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে তৃতীয় কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করার কীর্তি গড়েছেন হালান্ড (১৯ বছর ৫৮ দিন)। তার চেয়ে কম বয়সে হ্যাটট্রিক করেছিলেন কেবল স্প্যানিশ কিংবদন্তি রাউল (১৮ বছর ১১৩ দিন) ও ইংলিশ তারকা ওয়েইন রুনি (১৮ বছর ৩৪০ দিন)।

২০০৪ সালে রুনির পর প্রথম টিনএজার হিসেবে চ্যাম্পিয়নস লিগ অভিষেকে হ্যাটট্রিক করলেন হালান্ড। এবং তৃতীয় খেলোয়াড় হিসেবে অভিষেকে ম্যাচের প্রথম দুই মিনিটে গোল করলেন।

হালান্ডের জন্ম ইংল্যান্ডের লিডসে। তার বাবা আলফ হালান্ডও ছিলেন ফুটবলার। যিনি তার ক্যারিয়ারের বড় একটা অংশ ইংল্যান্ডে কাটিয়েছেন নটিংহাম ফরেস্ট, লিডস ও ম্যানচেস্টার সিটির জার্সিতে খেলে।

এই মৌসুমে সালজবুর্গের হয়ে মাত্র ৯ ম্যাচে হালান্ডের গোল হয়ে গেছে ১৭টি। গত মে মাসে তো আরেক কীর্তি গড়েছিলেন তিনি। ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে নরওয়ের হয়ে এক ম্যাচেই করেন ৯ গোল! তাতে হন্ডুরাসকে ১২-০ গোলে উড়িয়ে দেয় নরওয়ে।

 

ঢাকা/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়