ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

আবাহনী ও আরামবাগের জয়

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৫, ১৮ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আবাহনী ও আরামবাগের জয়

ওয়ালটন অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্টে জয় পেয়েছে ঢাকা আবাহনী লিমিটেডে ও আরামবাগ ক্রীড়া সংঘ। আজ বুধবার দিনের প্রথম ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাহনী তাদের চিরপ্রতিদ্বন্দ্বি মোহামেডানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে। আর রাতে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে আরামবাগ ১-০ গোলে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে।

বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাহনীর বড় জয়ে হ্যাটট্রিক করেছেন ইকবাল। তিনি ম্যাচের ১৭, ৫৮ ও ৬৮ মিনিটে গোল তিনটি করেন। এ ছাড়া ২৪ মিনিটে রাকিব ও ২৮ মিনিটে সাকির গোল করেন। ম্যাচের ৪৩ মিনিটে মোহামেডান পেনাল্টি পায়। পেনাল্টি থেকে একটি গোল শোধ দেন  ইমরান।

এদিকে শেখ জামালের বিপক্ষে আরামবাগের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেছেন মো. রাহুল তালুকদার। তিনি ম্যাচের ৫৩ মিনিটে গোলটি করেন।

প্রিমিয়ার লিগের ১২টি দলের যুব দলকে চারটি গ্রুপে ভাগ করে প্রথম পর্ব রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। পরবর্তীতে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল হবে। ৩০ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এই টুর্নামেন্ট।

উল্লেখ্য, টিম বিজেএমসি প্রিমিয়ার লিগে খেললেও অনূর্ধ্ব-১৮ এই টুর্নামেন্টে দল দেয়নি।

থাইল্যান্ড/আমিনুল
 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়