ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

আজ থেকে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪৮, ২০ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আজ থেকে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল

ওয়ালটন অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্ট ২০১৮-১৯ এর কোয়ার্টার ফাইনাল আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে। গ্রুপ পর্বের বাঁধা পেরিয়ে ৮টি দল জায়গা করে নিয়েছে শেষ আটে। তার মধ্যে ‘এ’ গ্রুপ থেকে এসেছে চিটাগং আবাহনী ও ব্রাদার্স ইউনিয়ন। ‘বি’ গ্রুপ থেকে এসেছে আরামবাগ ক্রীড়া সংঘ ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ‘সি’ গ্রুপ থেকে ঢাকা আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংস। আর ‘ডি’ গ্রুপ থেকে শেষ আটে জায়গা করে নিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব ও নোফেল স্পোর্টিং ক্লাব।

আজ শুক্রবার প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন ও বসুন্ধরা কিংসা। পরদিন দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে লড়বে আরামবাগ ক্রীড়া সংঘ ও নোফেল স্পোর্টিং ক্লাব। রোববার তৃতীয় কোয়ার্টার ফাইনালে ঢাকা আবাহনীর প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী। আর সোমবার চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে সাইফ স্পোর্টিং ক্লাব মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের।

কোয়ার্টার ফাইনালের পর ২৪ ও ২৫ সেপ্টেম্বর থাকবে বিরতি। ২৮ ও ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। আর ৩০ সেপ্টেম্বর হবে ফাইনাল।

প্রিমিয়ার লিগের ১২টি দলের যুব দলকে চারটি গ্রুপে ভাগ করে প্রথম পর্ব রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। টিম বিজেএমসি প্রিমিয়ার লিগে খেললেও অনূর্ধ্ব-১৮ এই টুর্নামেন্টে দল দেয়নি।

 

থাইল্যান্ড/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়