ঢাকা     মঙ্গলবার   ১৪ মে ২০২৪ ||  বৈশাখ ৩১ ১৪৩১

বার্বাডোজের জয়ে ব্যাটে-বলে উজ্জ্বল সাকিব

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪৯, ৩০ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বার্বাডোজের জয়ে ব্যাটে-বলে উজ্জ্বল সাকিব

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নিজের প্রথম ম্যাচে ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়ালেও জয় পায়নি সাকিব আল হাসানের দল। বার্বাডোজ ট্রাইডেন্টসের দ্বিতীয় ম্যাচেও ব্যাটে বলে উজ্জ্বল ছিলেন সাকিব। তবে এবার জয় পেয়েছে তার দল। সেন্ট লুসিয়া জুকসকে হারিয়েছে জেসন হোল্ডারের নেতৃত্বাধীন বার্বাডোজ ট্রাইডেন্টস।

বাংলাদেশ সময় সোমবার ভোরে টসে জিতে আগে ব্যাট করে বার্বাডোজ। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪১ রান করে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন ওপেনার জনসন চার্লস। ৩৬ বলে ৪ চার ও ২ ছক্কায় ইনিংসটি সাজান তিনি। জাস্টিন গ্রিভেসের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান। এরপর ২১ বলে ২ চারে ২২ রান করেন সাকিব।

বার্বাডোজের ছুড়ে দেওয়া ১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত থাকেন সেন্ট লুসিয়ার ব্যাটসম্যানরা। বিশেষত হেইডেন ওয়ালশের ঘূর্ণির সামনে অসহায় আত্মসমর্পণ করেন তারা। শেষ পর্যন্ত ১৮.৪ ওভারে ১১৭ রানে গুটিয়ে যায় ড্যারেন স্যামির দল।

ব্যাট হাতে সেন্ট লুসিয়ার হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন কলিন ইনগ্রাম। বার্বাডোজের পক্ষে ওয়ালশ শিকার করেন সর্বোচ্চ ৪ উইকেট। হ্যারি গার্নি নেন ৩ উইকেট। বাংলাদেশি অলরাউন্ডার সাকিব ৪ ওভারে ২০ রানে ১ টি উিইকেট নেন।


ঢাকা/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়