ঢাকা     বুধবার   ১৫ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ১ ১৪৩১

৮০ বছরে বাজে শুরু মিলানের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০১, ৩০ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৮০ বছরে বাজে শুরু মিলানের

কিংবদন্তি পাওলো মালদিনি, আন্দ্রে পিরলো, কাফু কিংবা কাকার মতো ফুটবলাররা এক সময় দাপিয়ে খেলেছেন এসি মিলানে। কিন্তু গত কয়েক মৌসুম ধরে যেন নিজেদের হারিয়ে খুঁজছে ইতালিয়ান ক্লাবটি।  চলতি  মৌসুমের শুরুতেই তাদের বাজে পারফরম্যান্স অবাক করে দিচ্ছে ক্লাবটির ভক্তদের।

সিরি’আতে ফিওরেন্তিনার বিপক্ষে সবশেষ ম্যাচে এসি মিলান হেরেছে ৩-১ ব্যবধানে। ফলে চলতি আসরে প্রথম ৬ ম্যাচের ৪টিতেই হার দেখতে হলো রোসোনেরিদের। গত ৮০ বছরের মধ্যে যা তাদের সবচেয়ে বাজে শুরু। সবশেষ ১৯৩৮-৩৯ মৌসুমে প্রথম ৬ ম্যাচে ৪ হার দেখেছিল মিলান।

ম্যাচে ফিরেন্তিনার বিপক্ষে মিলানকে চেনা রূপে দেখতে পায়নি ভক্তরা। আক্রমণ থেকে রক্ষণ সব জায়গা দেখা গেছে ব্যর্থতার ছাপ। নিজেদের এমন বাজে হারের দিন উল্টো শুরুর দিকেই ফাউল করে ১০ জনের দলে পরিণত হয় এক সময় ইউরোপের অন্য ক্লাবগুলোর উপর আধিপত্য বিস্তার করা ক্লাবটি।

লিগে সবশেষ এমন হারের ফলে পয়েন্ট টেবিলে ১৬-তে নেমে এসেছে মিলান। অবনমন অঞ্চল থেকে মাত্র এক পয়েন্ট ওপরে রয়েছে তারা। অবনমন এড়াতে হলে মৌসুমে বাকি ম্যাচগুরোতে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই তাদের সামনে।

সিরি’আ জুভেন্টাস সম্প্রতি টানা শিরোপা জিতলেও এসি মিলানের সাফল্যের ইতিহাসও কম নয়। নিজেদের ইতিহাসে এখন পর্যন্ত ১৮টি লিগ শিরোপা জিতেছে তারা। যা তাদের দ্বিতীয় অবস্থানে রেখেছে। ৩৫টি শিরোপ জিতে সিরি’আতে সর্বোচ্চ শিরোপাধারী দল জুভেন্টাস। লিগ শিরোপার সঙ্গে এসি মিলানের নামের পাশে জ্বলজ্বল করছে ৭টি চ্যাম্পিয়ন লিগ জয়ের রেকর্ড।


ঢাকা/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়