ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পন্টিংয়ের অস্ট্রেলিয়ার রেকর্ড হুমকিতে ফেলছেন এই মেয়েরা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১২, ৯ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পন্টিংয়ের অস্ট্রেলিয়ার রেকর্ড হুমকিতে ফেলছেন এই মেয়েরা

। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৯ উইকেটে হারিয়ে রেকর্ডটা নতুন করে লিখেছে অস্ট্রেলিয়ার মেয়েরা।

ব্রিসবেনে অ্যালিসা হিলির সেঞ্চুরিতে শ্রীলঙ্কার মেয়েদের করা ১৯৫ রান অস্ট্রেলিয়া পেরিয়ে যায় ৯ উইকেট আর ১৩৯ বল হাতে রেখেই। মেয়েদের ওয়ানডেতে এটি অস্ট্রেলিয়ার টানা ১৮তম জয়।

আগের রেকর্ডও ছিল অস্ট্রেলিয়ার মেয়েদের দখলে। ১৯৯৭ সালের ডিসেম্বর থেকে ১৯৯৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বেলিন্ডা ক্লার্কের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দল জিতেছিল টানা ১৭ ওয়ানডে।

ছেলে ও মেয়েদের ওয়ানডে মিলিয়ে রেকর্ডটাও অস্ট্রেলিয়ার। ২০০৩ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত টানা ২১ ওয়ানডে জিতেছিল রিকি পন্টিংয়ের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দল। এর মধ্যে সে বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পথে সব ম্যাচই জিতেছিল তারা।

পন্টিংয়ের অস্ট্রেলিয়ার রেকর্ডটা হুমকিতে ফেলে দিয়েছেন মেগ ল্যানিংয়ের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। ল্যানিংয়ের এই দলটি গত দুই বছরে ৫০ ওভারের ক্রিকেটে কোনো ম্যাচ হারেনি। ১৮ জয়ের ১২টিই এসেছে বিদেশের মাটিতে।

মেয়েদের ওয়ানডেতে টানা জয়:

দল

ম্যাচ

সময়কাল

অস্ট্রেলিয়া

১৮*

১২ মার্চ, ২০১৮-৯ অক্টোবর, ২০১৯

অস্ট্রেলিয়া

১৭

১২ ডিসেম্বর, ১৯৯৭- ৭ ফেব্রুয়ারি, ১৯৯৯

অস্ট্রেলিয়া

১৬

২৫ ফেব্রুয়ারি, ১৯৯৯-১৮ ডিসেম্বর, ২০০০

ভারত

১৬

৭ ফেব্রুয়ারি, ২০১৬-১৫ মে, ২০১৭

ইংল্যান্ড

১৩

১৯ জুলাই, ১৯৮৯-২০ জুলাই, ১৯৯১


ছেলেদের ওয়ানডেতে টানা জয়:

দল

ম্যাচ

সময়কাল

অস্ট্রেলিয়া

২১

১১ জানুয়ারি, ২০০৩-২৪ মে, ২০০৩

দক্ষিণ আফ্রিকা

১২

১৩ ফেব্রুয়ারি, ২০০৫- ৩০ অক্টোবর, ২০০৫

পাকিস্তান

১২

১৮ নভেম্বর, ২০০৭-৮ জুন, ২০০৮

দক্ষিণ আফ্রিকা

১২

২৫ সেপ্টেম্বর, ২০১৬-১৯ ফেব্রুয়ারি, ২০১৭

ওয়েস্ট ইন্ডিজ

১১

৪ জুন, ১৯৮৪-২ ফেব্রুয়ারি, ১৯৮৫


ঢাকা/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়