ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

এবার স্কটল্যান্ডকে হারিয়ে সিঙ্গাপুরের চমক

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৩, ১৮ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এবার স্কটল্যান্ডকে হারিয়ে সিঙ্গাপুরের চমক

এখনো এক মাস পূর্ণ হয়নি। জিম্বাবুয়েকে টি-টোয়েন্টিতে হারিয়ে ইতিহাস গড়েছিল সিঙ্গাপুর। আন্তর্জাতিক ক্রিকেটে পূর্ণ সদস্য দেশের বিপক্ষে পেয়েছিল প্রথম জয়। সেই জয়কে যদি কেউ ভেবে থাকেন অঘটন। এবার আর তা বলার সুযোগ নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের উদ্বোধনী ম্যাচে আজ স্কটল্যান্ডকে হারিয়ে আবার চমক দেখিয়েছে সিঙ্গাপুর।

দুবাইয়ে আইসিসি একাডেমি মাঠে রোমাঞ্চকর লড়াইয়ে সিঙ্গাপুর জিতেছে ২ রানে। শেষ ওভারে ৪ উইকেট হাতে নিয়ে ৮ রানের সমীকরণ মেলাতে পারেনি স্কটল্যান্ড। শেষ ওভারে অধিনায়ক আমজাদ মাহবুবের দারুণ বোলিংয়ে ১৬৮ রান ডিফেন্ড করেছে সিঙ্গাপুর।

লক্ষ্য তাড়ায় ৪৬ বলে ৭০ রানের উদ্বোধনী জুটিতে স্কটল্যান্ডকে ভালো সূচনা এনে দিয়েছিলেন জর্জ মানজি ও অধিনায়ক কাইল কোয়েতজার। কিন্তু একটা পর্যায়ে ১২৫ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা।

শেষ ১৯ বলে স্কটল্যান্ডের দরকার ছিল ৩৮ রান। কালাম ম্যাকলিওড দারুণ ব্যাটিংয়ে ম্যাচে রাখেন স্কটিশদের।

শেষ ওভারে ৮ রানের প্রয়োজনে আমজাদের প্রথম বল ডট দেওয়ার পর সিঙ্গেল নেন সাফায়ান শরীফ। তৃতীয় বলে ছক্কা হাঁকাতে গিয়ে ডিপ মিডউইকেটে ম্যাকলিওড ধরা পড়েন ৪৪ রানে।

পরের বলে শরীফ নেন ডাবল। দুই বলে চাই ৫। পঞ্চম বলে শরীফ ফেরেন টিম ডেভিডের দারুণ এক ডাইভিং ক্যাচে।

ম্যাচ সুপার ওভারে নিতে শেষ বলে দরকার চার, জিততে ছক্কা। জশ ডেভি ডিপ মিডউইকেটে পাঠিয়ে দুই রানের বেশি নিতে পারেননি। তৃতীয় রান নিতে গিয়ে হন রান আউট।

চার ওভারে ১৬ রানে ৩ উইকেট নিয়ে সিঙ্গাপুরের সেরা বোলার বিজয়াকুমার। এর আগে ওপেনার সুরেন্দ্রন চন্দ্রমোহনের ৫১ রানের সুবাদে ১৬৮ রানের পুঁজি পেয়েছিল সিঙ্গাপুর।


ঢাকা/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়