ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দ্বি-দেশীয় ক্রিকেট সিরিজের উদ্বোধন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৫, ২০ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দ্বি-দেশীয় ক্রিকেট সিরিজের উদ্বোধন

নেপালের নেক্সাস ক্রিকেট একাডেমি ও গাইবান্ধার ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির মধ্যকার দ্বি-দেশীয় ক্রিকেট একাডেমি সিরিজ শুরু হয়েছে।

শনিবার গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিরিজের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবদুল মতিন।

এসময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পদক ও গাইবান্ধা পৌর মেয়র এ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির সভাপতি মমতাজুর রহমান বাবু, সহ-সভাপতি মাহফুজার রহমান মোনা প্রমুখ।

সময় স্বল্পতার কারণে সিরিজের প্রথম একদিনের ম্যাচ ৫০ ওভারের পরিবর্তে ৩০ ওভারে খেলা হয়। সিরিজে তিনটি একদিনের ও দুটি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। ২৩ অক্টোবর বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।


ঢাকা/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়