ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দারুণ মাইলফলকের সামনে মাহমুদউল্লাহ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৯, ৭ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দারুণ মাইলফলকের সামনে মাহমুদউল্লাহ

রাজকোটে আজ সন্ধ্যায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ।

এই ম্যাচের আগে দারুণ এক মাইলফলক হাতছানি দিয়ে ডাকছে মাহমুদউল্লাহকে।

আজ দুটি ছক্কা হাঁকালেই বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০ ছক্কার মাইলফলক স্পর্শ করবেন মাহমুদউল্লাহ।

বর্তমানে মাহমুদউল্লাহর ছক্কাসংখ্যা ৪৮টি। এরপরে আছে যথাক্রমে তামিম ইকবাল (৪১), সাকিব আল হাসান (৩৩) ও মুশফিকুর রহিম (৩১)।

দিল্লিতে প্রথম ম্যাচে ছক্কা হাঁকিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেছিলেন মাহমুদউল্লাহ। আজ দুটি ছক্কা হাঁকাতে পারবেন বাংলাদেশের অধিনায়ক?

অন্যরকম ‘ফিফটি’র হাতছানি ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালের সামনেও। ৩২ টি-টোয়েন্টিতে তার উইকেট এখন ৪৭টি। আজ ৩ উইকেট পেলেই তৃতীয় ভারতীয় বোলার হিসেবে এই ফরম্যাটে উইকেটের হাফ সেঞ্চুরি করবেন তিনি।

আর ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক রোহিত শর্মা দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টি-টোয়েন্টি ম্যাচ খেলার মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় আছেন।

 

ঢাকা/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়