ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

প্রতিদ্বন্দ্বী শিবিরে কোনো কোচিং নয়: গার্দিওলা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪০, ৭ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রতিদ্বন্দ্বী শিবিরে কোনো কোচিং নয়: গার্দিওলা

জোসেপ পেপ গার্দিওলা, সাবেক এই স্প্যানিশ ফুটবলার কোচ হিসেবে নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। শিরোপার দিক থেকে গত দশকের সেরা কোচ গার্দিওলা। ২০১০ থেকে তিনটি দলের হয়ে মোট ২৫টি শিরোপা জিতেছেন এই ৪৮ বছর বয়সী কোচ। তার নিকটতম দ্বিতীয় সেরা কোচ হোসে মরিনহো। কিন্তু শিরোপা সংখ্যায় তার চেয়ে ১২ টি শিরোপা কম পর্তুগিজ মরিনহোর। সাবেক বার্সেলোনা কোচ গার্দিওলার মতে, প্রতিদ্বন্দ্বী ক্লাবের কোচিং কখনো করাবেন না তিনি।

ক্লাব ক্যারিয়ারে সর্বমোট ২৮টি শিরোপা জিতেছেন পেপ গার্দিওলা। এর মধ্যে ১৬টি জিতেছেন বার্সেলোনার হয়ে। এরপরে বায়ার্ন মিউনিখে যোগ দিয়ে জেতেন আরো ৫টি। এছাড়া ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়ে এই পর্যন্ত ৭টি ট্রফি জিতেছেন গার্দিওলা। এই স্প্যানিশ কোচ সম্প্রতি এক সংবাদমাধ্যমে বলেন, ‘আমি প্রয়োজনে গলফ খেলবো কিন্তু প্রতিদ্বন্দ্বী ক্লাবের হয়ে কখনো কোচিং করাবো না।’

২০১৩ সালে স্যার অ্যালেক্স ফার্গুসন ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব ছেড়ে দেন। এরপর থেকে ছন্দ ছাড়া প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দলটি। ফার্গুসন চেষ্টা করেছিলেন গার্দিওলাকে রেড ডেভিলদের দায়িত্বে আনার। তবে গার্দিওলা বলেন, ‘ম্যানচেস্টার সিটিকে ট্রেনিং করানোর পরে আমি কখনোই ইউনাইটেডের দায়িত্ব নিবো না। একইভাবে যদি বলা হয় মাদ্রিদের ডাগ আউটে যোগ দিবো কিনা? অবশ্যই না। আমি কখনোই মাদ্রিদকেও ট্রেনিং করাবো না।’

তবে যদি এই দুটি ক্লাব ছাড়া তার হাতে অন্য কোনো সুযোগ না থাকে সেক্ষেত্রে কি করবেন গার্দিওলা? এমন প্রশ্নে সফল এই কোচের জবাব, ‘এছাড়া যদি আমার হাতে কোনো প্রস্তাব না থাকে তবে আমি মালদ্বীপ চলে যাবো। না না মালদ্বীপ নয়। কারণ, সেখানে কোনো গলফ ক্লাব নেই।’

আজ রাতে কারাবাও কাপের সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে গার্দিওলার সিটি। প্রথম লেগ অনুষ্ঠিত হবে ওল্ড ট্র্যাফোর্ডে। টানা তৃতীয়বারের মতো কারাবাও কাপের ফাইনাল খেলার লক্ষ্যে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি।


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়