ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বিসিবির সিদ্ধান্তকে স্বাগত জানালেন মাশরাফি-মাহমুদউল্লাহ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৩, ১৩ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিসিবির সিদ্ধান্তকে স্বাগত জানালেন মাশরাফি-মাহমুদউল্লাহ

জাতীয় দলের ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর পাশাপাশি বেতন কাঠামো পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আর বোর্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মাশরাফি বিন মুর্তজা ও মাহমুদউল্লাহ রিয়াদ।

রোববারের বোর্ড সভায় তিন সংস্করণেই ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। টেস্টে খেলোয়াড়রা ম্যাচ ফি পাবেন ৬ লাখ টাকা। প্রতিটি ওয়ানডের জন্য ৩ লাখ। আর টি-টোয়েন্টির জন্য ২ লাখ। আগে টেস্টের জন্য ম্যাচ ফি ছিল সাড়ে ৩ লাখ, ওয়ানডেতে ২ লাখ ও টি-টোয়েন্টিতে ১ লাখ ২৫ হাজার টাকা।

পরিবর্তন আসতে যাচ্ছে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন কাঠামোতেও। সংস্করণভেদে খেলোয়াড়দের বেতন কম-বেশি হবে। যাদের টেস্ট ক্রিকেটের প্রতি আগ্রহ বেশি তাদের বেতন বেশি হওয়ার কথা রয়েছে। এই সিদ্ধান্ত টেস্টে ক্রিকেটারদের আরও ভালো খেলতে সহায়তা করবে বলে মনে করেন মাশরাফি।

সোমবার বিপিএলের ম্যাচ শেষে মাশরাফি বলেছেন, ‘খুব ভালো সিদ্ধান্ত। এর থেকে ভালো সিদ্ধান্ত হয়েছে যে ভাগটা (বেতন কাঠামো) করা। আমার মনে হয় এটা খুব ভালো সিদ্ধান্ত। যারা তিন ফরম্যাটের জন্য প্রস্তুত থাকবে তাদের বেতন বেশি হবে। এমনকি যারা টেস্ট ক্রিকেটকে বেশি প্রাধান্য দেয় তাদের বেতন বেশি হওয়া উচিত।’

এতে টেস্টের দৃশ্যপটও পরিবর্তন হবে বলে মনে করেন মাশরাফি, ‘হয়তো বা টেস্ট ক্রিকেটের দৃশ্যপটও পরিবর্তন হতে পারে। আমরা শুনি যে (অনেকে) টেস্ট খেলতে চায় না...বেতনের ভেতরে থাকলে ওই তাড়নাটা আসবে যে আমি শুধু টেস্ট খেলব, অন্য সবার থেকে বেশি বেতন পাব।’  

বিসিবির সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন মাহমুদউল্লাহও, ‘আমি মনে করি এটা খুবই ইতিবাচক ব্যাপার। আমাদের বোর্ডকে ধন্যবাদ এই সিদ্ধান্তের জন্য। আমার মনে হয় অবশ্যই টেস্ট ক্রিকেটের প্রতি সবার আগ্রহ হয়তো বাড়বে। আমি বলছি না যে আগ্রহ আগে ছিল না। কিন্তু দিন শেষে এটা আমাদের রুজি রুটি, আমাদের পারিশ্রমিক এখান থেকে পাই। আমার মনে হয় ছেলেরা এখান থেকে আরও উৎসাহ পাবে। আমরা খুব স্বাগত জানাই এই সিদ্ধান্তকে।’


ঢাকা/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়