ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

জয়ে ভারতের মাটিতে সিরিজ শুরু নারী ক্রিকেটারদের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০২, ১৭ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জয়ে ভারতের মাটিতে সিরিজ শুরু নারী ক্রিকেটারদের

ভারতের মাটিতে তাদের বিপক্ষে জয় কুড়ালো বাংলাদেশ নারী ক্রিকেট দল। চার জাতির সিরিজ জয়ে শুরু করলো নারী ক্রিকেটাররা।

চার জাতির নারী টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ছাড়াও আছে থাইল্যান্ড এবং ভারত ‘এ’ ও ‘বি’ ক্রিকেট দল। বৃহস্পতিবার ভারতের পাটনাতে ম্যাচটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ টসে জিতে ভারত ‘এ’ দলকে আগে ব্যাটিংয়ে পাঠায়। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ৯৬ রান তোলে ভারত নারী ‘এ’ দল। জবাবে এক ওভার হাতে রেখে ৫ উইকেটে জয় তুলে নেয় বাংলার নারীরা।

৯৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩৩ রানের উদ্বোধনি জুটি গড়েন দুই ওপেনার আয়েশা ও মুর্শিদা। তবে ৩৬ রানের মাঝে ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ নারী দল। আয়েশা ফেরেন ১৪ আর মুর্শিদা ২০ রানে। চারে নামা নিগার সুলতানার অপরাজিত ৩২ রানে জয় তোলে বাংলাদেশ। তাকে যোগ্য সঙ্গ দেয় ফারজানা হক। আউট হওয়ার আগে ফারজানা করেন ২৪ রান। ভারতের পক্ষে কানোজিয়া ও সুশ্রী প্রধান নেন ২টি করে উইকেট।

এর আগে ফাহিমা, জাহানারা ও নাহিদার কিপটে বোলিংয়ে ৯৬ রানের বেশি তুলতে পারেনি ভারত ‘এ’ নারী দল। ফাহিমা ৭ রানে নেন ২ উইকেট। জাহানারা ১৪ রানে ও নাহিদা ১৬ রানে নেন ১টি করে পান উইকেট। ভারতের পক্ষে মাধুরি মেহতা করেন সর্বোচ্চ ২৯ রান। আর ভার্তি ফুলমালি অপরাজিত থাকেন ২০ রান।

 

ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়