ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

একসাথে থাকব, একসাথে খাব; ক্রিকেটারদের পাপন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৮, ১৯ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
একসাথে থাকব, একসাথে খাব; ক্রিকেটারদের পাপন

পাকিস্তান সফর সামনে রেখে মিরপুরে আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ দলের তিন দিনের প্রস্তুতি ক্যাম্প। ক্যাম্পের প্রথম দিন অনুশীলনের শুরুতে মিরপুরে হাজির হয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও।

পাকিস্তানে গিয়ে নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা করতে ক্রিকেটারদের মানা করেছেন বোর্ড প্রধান। ক্রিকেটারদের অভয় দিয়ে বলেছেন, তিনিও তাদের সঙ্গে থাকবেন।

ক্রিকেটারদের সঙ্গে দেখা করার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বোর্ড সভাপতি জানিয়েছেন তার ক্যাম্পে আসার কারণ, ‘বিপিএলের পর ওদের সাথে দেখা হয়নি। এটা প্রথম কথা। আমি আগে ওদের যাদের সাথে কথা বলেছি, এর মধ্যে সিনিয়র খেলোয়াড়রাই বেশি ছিল। আমি সবার সাথে তো কথা বলিনি। কথা বলেছি তামিম, মুশফিক, রিয়াদ, এদের সাথে। তো ভাবলাম আজকে এখানে পাব। দ্বিতীয়ত হচ্ছে, আমার আবার জরুরি কালকে রাতে একটু বাইরে যেতে হচ্ছে। আবার আমি চলে আসব ২২ তারিখে। ফলে আমি ওদের সাথে যেতে পারছি না। ওরা আবার ভাববে যে আমি আবার কোথাও চলে যাচ্ছি! আমি বলেছি যে, আমি ২৩ তারিখ ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা করব।’

তিনটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ দল ঢাকা ছাড়বে ২২ জানুয়ারি রাতে। পরদিন সকালে পৌঁছাবে পাকিস্তানে। একদিন আগে যাওয়া যায় কি না, সেটা নিয়েও ক্রিকেটারদের সঙ্গে কথা হয়েছে বলে জানালেন বোর্ড প্রধান, ‘ওরা ২২ তারিখ রাতে রওনা দিয়ে ২৩ তারিখ সকাল ১০টায় গিয়ে পৌঁছাবে। তাহলে তো অনুশীলন হচ্ছে না। একদিন আগে যাওয়া যায় কি না, এসব নিয়েই কথা বললাম। ওরা যেটা বলেছে যে, ওরা ২৩ তারিখ বিকেলে হালকা অনুশীলন সেশন রেখেছে। যেহেতু খেলার মধ্যেই ছিল এতদিন। এখন আর দরকার নেই। ২৪ তারিখ যেহেতু দিবারাত্রি খেলা, বিশ্রাম পাবে। এটাই কথা হলো। আর ওদের অনুভূতি বোঝার চেষ্টা করলাম। বুঝলাম যে, ওরা সবাই চার্জড আপ আছে।’

নিরাপত্তা নিয়ে না ভেবে ক্রিকেটারদের খেলায় মনোযোগী হওয়ার পরামর্শও দিয়েছেন বিসিবি সভাপতি, ‘নিরাপত্তা এখন আমরা আলাপ করতে চাইনি। এখানে আমি বলেছিলাম, কথা উঠেছিল হালকা। এটা নিয়ে চিন্তার কিছু নেই। মাথার মধ্যে এরকম একটা চিন্তা থাকলে তো স্বাভাবিক পারফরম্যান্স আসে না। ফলে মানসিক শান্তি ছাড়া ক্রিকেট খেলা অনেক কঠিন। আর টি-টোয়েন্টি একটা হাই টেনসড খেলা। প্রতি সেকেন্ডে খেলা ঘুরে যায়। এটাই ওদের বললাম যে ঠাণ্ডা মাথায় খেলবা। ইনশাআল্লাহ কিচ্ছু হবে না। আমি আসছি। একসাথে থাকব, একসাথে খাব। কোনো অসুবিধা নেই।’


ঢাকা/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ