ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

লাহোরে অনুশীলনে নামছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪২, ২৩ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লাহোরে অনুশীলনে নামছে বাংলাদেশ

পাকিস্তান সফর উপলক্ষে গতকাল রাত সাড়ে এগারোটায় লাহোর পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামীকাল থেকে মাঠে গড়াবে ম্যাচ। তাই আজ বিশ্রামে না কাটিয়ে দুপুরে অনুশীলনে নামেছে টাইগাররা।

বাংলাদেশ সময় দেড়টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে যাবে বাংলাদেশ। এরপরে বাংলাদেশ সময় ১:৫০ এ দুই দলের অধিনায়ক কে নিয়ে ট্রফি উম্মোচন করা হবে। দুপুর ২টায় দলের অধিনায়ক সাংবাদিক সম্মেলনে উপস্থিত হবেন।

বাংলাদেশি টাইগাররা অনুশীলন শুরু করবেন বাংলাদেশ সময় দুপুর ২:১৫ থেকে।

এই সফরে বাংলাদেশ শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলবে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রতিটি খেলা হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ২৪, ২৫ ও ২৭ জানুয়ারিতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। এরপরে ফেব্রুয়ারিতে একটি করে টেস্ট ও ওয়ানডে খেলতে আবার পাকিস্তানে যাবে বাংলাদেশ। মার্চে খেলবে আরেকটি টেস্ট ম্যাচ।

এ সিরিজ উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছে ক্রিকেটারদের জন্য। ‘মেঘদূতে’ করে পাকিস্তানে যাওয়া বাংলাদেশ ২৮ জানুয়ারি ফিরবে একই বিমানে।


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়