ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

তরুণদের দিকে তাকিয়ে মাহমুদউল্লাহ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৩, ২৩ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তরুণদের দিকে তাকিয়ে মাহমুদউল্লাহ

সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের মতো সিনিয়র ক্রিকেটার দলে নেই। আছেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার। যারা প্রায় প্রত্যেকেই বিপিএলে ভালো করেছেন। পাকিস্তান সিরিজেও তাদের থেকে ভালো পারফরম্যান্সের আশায় আছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ।  

সাকিব গত ভারত সফর থেকেই দলে নেই নিষেধাজ্ঞার কারণে। পাকিস্তান সফর থেকে নাম প্রত্যাহার করে নেন মুশফিক। মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, সৌম্য সরকারের মতো অভিজ্ঞ ক্রিকেটারের সঙ্গে দলে আছেন আফিফ হোসেন, নাঈম শেখ, আমিনুল ইসলাম বিপ্লব, হাসান মাহমুদের মতো তরুণ প্রতিভা।

বিপিএলে ঢাকা প্লাটুনের হয়ে গতির ঝড় তুলে প্রথমবারের মতো জাতীয় দলে এসেছেন হাসান। চ্যাম্পিয়ন রাজশাহী রয়্যালসের হয়ে ১৪ ইনিংসে ৩৭০ রান করেন আফিফ। লিটন দাসের সঙ্গে ওপেনিংয়ে নেমে বেশিরভাগ ম্যাচে দলকে ভালো সূচনা এনে দিয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান। রংপুর রেঞ্জার্সের হয়ে ১২ ইনিংসে ৩৪৯ রান করেন নাঈম। লেগ স্পিনার বিপ্লব অবশ্য বিপিএলে খুব একটা ভালো করতে পারেননি। তবে বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত খেলা চারটি টি-টোয়েন্টিতে তার পারফরম্যান্স ছিল দারুণ।

পাকিস্তানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিন বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তরুণদের নিয়ে মাহমুদউল্লাহ বলেছেন, ‘আপনি যদি বিপিএলের পারফরম্যান্স দেখেন, তরুণ ক্রিকেটাররা ভালো করেছে। আমাদের দলে বেশ কিছু তরুণ ক্রিকেটার আছে। এই সিরিজেও তরুণদের ভালো করতে দেখতে চাইব।’

পাকিস্তানের বিপক্ষে ভালো করতে হলে অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে দলীয় পারফরম্যান্সে নজর দিতে হবে বলে মনে করেন অধিনায়ক, ‘অভিজ্ঞতার কথা যদি বলেন; আমি, সৌম্য, তামিম, মুস্তাফিজ, আল-আমিন, রুবেল, শফিউল সবাই দীর্ঘদিন ধরে খেলছি। আমাদের দলে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেল রয়েছে। ভালো পারফর্ম করতে আমাদের ব্যক্তিগত ও দলীয় পারফরম্যান্সে নজর দিতে হবে।’

মুশফিকের অভিজ্ঞতা এই সিরিজে মিস করবে বাংলাদেশ। তবে তার না থাকাটা অন্যদের জন্যও বড় সুযোগ হিসেবে দেখছেন মাহমুদউল্লাহ, ‘যেহেতু মুশফিক নেই, মুশফিকের অভিজ্ঞতা অনেক গুরুত্বপূর্ণ ছিল। তারপরও আমার মনে হয়, অন্য যারা সুযোগ পাবে তাদের জন্য বড় সুযোগ। যেন তারা সঠিক পারফর্ম করতে পারে এবং পারফরম্যান্সের মাধ্যমে আমরা যেন ওই অভাবটা অনুভব না করি।’


ঢাকা/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়