ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শ্রেষ্ঠত্ব ধরে রাখতে মরিয়া পাকিস্তান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৩, ২৪ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শ্রেষ্ঠত্ব ধরে রাখতে মরিয়া পাকিস্তান

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান করছে পাকিস্তান। সেটা অবশ্য অনেক দিন ধরেই। ২০১৮ সাল থেকে তারা টি-টোয়েন্টির র‌্যাঙ্কিং অনুযায়ী শ্রেষ্ঠ দল। যদিও গেল বছরটিতে তারা মাত্র ১টি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে। একের পর এক সিরিজ ও ম্যাচ হারের কারণে তাদের শীর্ষস্থান নড়বড়ে হয়ে গেছে। মাত্র ১ রেটিং পয়েন্টের ব্যবধানে তারা অবস্থান করছে শীর্ষে। বাংলাদেশের বিপক্ষে আজ থেকে শুরু হতে যাওয়া সিরিজের ১টি ম্যাচ হারলেও শীর্ষস্থান হারাবে বাবর আজমরা। তাইতো শ্রেষ্ঠত্ব ধরে রাখতে মরিয়া পাকিস্তান।

যেমনটা বলেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, ‘শীর্ষস্থান ধরে রাখতে সিরিজটি আমাদের জন্য বাঁচা-মরার। একটা ম্যাচও হারা যাবে না। সবাইকে বলে দেওয়া হয়েছে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে যেন ১১০ শতাংশ প্রচেষ্টা দিয়ে খেলে। বাংলাদেশ যথেষ্ট শক্তিশালী দল। আমরা তাদের হালকাভাবে নিচ্ছি না। বাংলাদেশের ভালো করার সম্ভাবনা আছে।’

২৭০ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ে ১ নম্বরে আছে পাকিস্তান। ২৬৯ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। ২২৭ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ রয়েছে নবম স্থানে।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়