ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

পুরোনো দলে তামিম-মুশফিক, নতুন ঠিকানায় মাহমুদউল্লাহ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৯, ২৭ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পুরোনো দলে তামিম-মুশফিক, নতুন ঠিকানায় মাহমুদউল্লাহ

বাংলাদেশ ক্রিকেট লিগের অষ্টম আসরের প্রথম ও তৃতীয় রাউন্ডে দেখা যাবে জাতীয় দলের ক্রিকেটারদের।

খেলোয়াড়দের দলবদল বা প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে সোমবার। রিটেইন করার সুযোগ থাকায় জাতীয় দলের দুই তারকা তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে দলে রেখেছে পুরোনো দুই দল। তামিম ইকবাল খেলবেন ইসলামী ব্যাংক ইষ্ট জোনের হয়ে। মুশফিকুর রহিমকে দেখা যাবে বিসিবি নর্থ জোনের জার্সিতে।

দল পরিবর্তন হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের। জাতীয় দলের এ ক্রিকেটার সবশেষ বিসিএল খেলেছিলেন ওয়ালটন সেন্ট্রাল জোনে। গত আসরে প্লেয়ার ড্রাফটে ছিলেন না মাহমুদউল্লাহ। এবার লটারীতে শুরুতেই ডাকের সুযোগ পায় বিসিবি সাউথ জোন। সুযোগটি কাজে লাগিয়ে বিসিবির দলটি লুফে নেয় মাহমুদউল্লাহকে। প্রথমবারের মতো সাউথ জোনে খেলবেন মাহমুদউল্লাহ।

দ্বিতীয়বারের মতো বিসিএলে অনুষ্ঠিত হলো প্লেয়ার্স ড্রাফট। এর আগে জোন ভিত্তিক দল হলেও দুই আসরে ড্রাফট থেকে দল গোছানোর সুযোগ পাচ্ছে ফ্রাঞ্জাইজিরা।

কেমন হলো বিসিএলের দল। এক নজরে তা দেখে নেওয়া যাক,

ওয়ালটন সেন্ট্রাল জোন দল

সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিথুন, রকিবুল হাসান, তাইবুর রহমান, শুভাগত হোম, মুকিদুল ইসলাম মুগ্ধ, শহিদুল ইসলাম, আরাফাত সানী, মুস্তাফিজুর রহমান, জাকের আলী অনিক, নাঈম শেখ, নাজমুল ইসলাম অপু, ইফরান হোসেন, আব্দুল মজিদ, সোহরাওয়ার্দী শুভ, শরিফুল ইসলাম, আকবর আলী ও মেহেদী হাসান মিরাজ।

বিসিবি সাউথ জোন

আব্দুর রাজ্জাক, আল-আমিন হোসেন, মাহেদি হাসান, কাজী নুরুল হাসান সোহান, শফিউল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, ফজলে মাহমুদ, ফরহাদ রেজা, শামসুর রহমান, আল-আমিন, নাসুম আহমেদ, কামরুল ইসলাম রাব্বী, শাহরিয়ার নাফিস আহমেদ,রবিউল হক, ইরফান শুক্কুর, আমিনুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, রুয়েল মিয়া।

ইসলামী ব্যাংক ইষ্ট জোন

ইমরুল কায়েস, আবু জায়েদ চৌধুরী, আফিফ হোসেন, মুমিনুল হক, নাঈম হাসান, তামিম ইকবাল, রুবেল হোসেন, ইয়াসির আলী চৌধুরী, পিনাক ঘোষ, হাসান মাহমুদ, জাকির হাসান, নাসির হোসেন, তাইজুল ইসলাম, অমিত হাসান, রেজাউর রহমান, তানবীর ইসলাম, ইমরান উজ জামান, খালেদ আহমেদ, রনি চৌধুরী ও মোহাম্মদ আশরাফুল।

বিসিবি নর্থ জোন

আরিফুল হক, নাঈম ইসলাম, জুনায়েদ সিদ্দীক, মুশফিকুর রহিম, সানজামুল ইসলাম, ইবাদাত হোসেন চৌধুরী, রনি তালুকদার, সুমন খান, লিটন কুমার দাশ, তাসকিন আহমেদ, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, সঞ্জীত সাহা, সালাউদ্দিন শাকিল, জহুরুল ইসলাম অমি, তানবীর হায়দার খান, এনামুল হক জুনিয়র, মিজানুর রহমান, হোসেন আলী ও মুক্তার আলী।


ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়