ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

কেন দুর্ঘটনায় কোবি ব্রায়ান্টের হেলিকপ্টার?

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৯, ২৮ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কেন দুর্ঘটনায় কোবি ব্রায়ান্টের হেলিকপ্টার?

রোববার সকালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কালাবাসাসে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান বাস্কেটবল কিংবদন্তি কোবি ব্রায়ান্ট। একই সঙ্গে ব্রায়ান্টের ১৩ বছরের মেয়ে জিয়ান্না সহ মারা যান মোট ৯জন আরোহী। কেন ঘটেছে এমন ভয়াবহ দুর্ঘটনা? এর অনুসন্ধানে নেমেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল তদন্ত কর্মকর্তারা (এফবিআই)। তাদের সঙ্গে আছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ও জাতীয় যোগাযোগ নিরাপত্তা বিভাগ (এনটিএসবি)।

ব্রায়ান্টকে বহনকারি সিকরস্কি এস-৭৬ মডেলের হেলিকপ্টারটি সকাল ৯:৪৫ এ অরেঞ্জ কাউন্টি থেকে মাম্বা স্পোর্টস একাডেমির উদ্দেশ্যে রওয়ানা দেয়। সেখানে জিয়ান্নার খেলার কথা ছিল। একইসঙ্গে জিয়ান্নার বাস্কেটবল কোচ জন আলটোবেল্লি ও তার স্ত্রী কেরি এবং মেয়ে আলিসা। জিয়ান্না ও আলিসা একই ক্লাবে খেলেন।

কালাবাসাসের পার্বত্য অঞ্চলে ঘন কুয়াশার মধ্যে হেলিকপ্টারটি রওয়ানা দেয়। কুয়াশা থেকে বাঁচতে হেলিকপ্টারের আর্মেনিয়ান চালক আরো উপরে উঠতে থাকে। ধারণা করা হচ্ছে এজন্য চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারেন।

 

 

এনটিএসবির সদস্য জেনিফার হোমেন্ডি বলেন, ‘আমরা সবকিছুর দিকে নজর রাখছি। নমুনা ও প্রমাণ সংগ্রহের জন্য দুর্ঘটনা অঞ্চলে সপ্তাহ ধরে তদন্ত চলবে।’ ভয়াবহ দুর্ঘটনাটি নিয়ে হোমেন্ডি আরো বলেন, ‘এটা ছিল ভয়াবহ দুর্ঘটনা। প্রায় ৫০০-৬০০ ফুট অঞ্চল জুড়ে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়।’

এদিকে ব্যক্তিগত হেলিকপ্টার হওয়াতে কোনো ব্ল্যাকবক্স ছিল না এতে। হোমেন্ডি আরো বলেন, ‘ককপিটে ভয়েস রেকর্ডার ছিল না। ব্যক্তিগত বিমানে সাধারণত এটা রাখা হয় না। আমরা চেষ্টা করবো মাসখানের মধ্যে একটি সমাধানে আসতে।’

তবে তদন্ত কাজে উৎসুক মানুষের ভিড় বিঘ্ন ঘটাচ্ছে জানিয়ে লস অ্যাঞ্জেলস উত্তরাঞ্চলের কাউন্টি শেরিফ অ্যালেক্স ভিলানুয়েভা বলেন, ‘হেলিকপ্টারটি জোরে আছড়ে পড়ায় এবং জায়গাটি পার্বত্য অঞ্চল হওয়ায় নিহতদের অবশিষ্টাংশ উদ্ধার হতে সময় লাগবে। এছাড়া দুর্ঘটনা অঞ্চলে লোকজন ভিড় করায় তদন্তকাজও ব্যাহত হচ্ছে ।’

লস অ্যাঞ্জেলস লেকার্সের হয়ে পাঁচবারের এনবিএ চ্যাম্পিয়ন ও দুইবারের অলিম্পিক স্বর্ণপদকজয়ী ব্রায়ান্টকে সর্বকালের অন্যতম সেরা বাস্কেটবল খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়। ব্রায়ান্টের অকাল প্রয়াণে আজ (মঙ্গলবার) লেকার্স এন.বি,এর কোনো ম্যাচ খেলবে না। লেকার্স অর্গানাইজেশন তাদের দুই দশকের সেরা খেলোয়াড়ের সম্মানে খেলার সময় পিছিয়ে দিতে অনুরোধ করেছে।



ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়