ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

১৫ মিলিয়ন হ্রাসের পরও বার্সেলোনা শীর্ষে

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৬, ১৩ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১৫ মিলিয়ন হ্রাসের পরও বার্সেলোনা শীর্ষে

গেল বছরে স্পেনের ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে বেশি খরচ করেছে বার্সেলোনা। তাদের খরচের পরিমাণ ছিল ৬৫৬.৪ মিলিয়ন ইউরো। যদিও সেটা তার আগের বছরের চেয়ে ১৫ মিলিয়ন কম। তারপরও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে খরচের দিক দিয়ে শীর্ষে অবস্থান নিয়েছে কাতালান ক্লাবটি।

রিয়াল মাদ্রিদ গেল বছর খরচ করেছে ৬৪১ মিলিয়ন ইউরো। এই খরচের খাতা নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে লস ব্লাঙ্কোসরা। আর রিয়ালের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ খরচ করেছে ৩৪৮.৫ মিলিয়ন ইউরো। রিয়ালের চেয়ে তাদের খরচের পরিমাণ প্রায় ৩০০ মিলিয়ন কম। আর বার্সেলোনার চেয়ে ৩০৮ মিলিয়ন ইউরো কম।

গেল বছরও বার্সেলোনার খরচ ছিল লা লিগার ক্লাবগুলোর মধ্যে সর্বোচ্চ। এবারও যথারীতি তারা খরচের দিক দিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে। বার্সেলোনার ৬৫৬.৪ মিলিয়ন ইউরো খরচের মধ্যে রয়েছে কোচ, খেলোয়াড় ও ফিজিওদের বেতন। পাশাপাশি সহযোগী ক্লাব ও একাডেমির পেছনে বিনিয়োগ। অন্যান্য বিষয়ের মধ্যে সামাজিক নিরাপত্তা, বীমা খরচ, চুক্তি ফি (এজেন্টের লভ্যাংশসহ) খেলোয়াড় কেনার খরচও রয়েছে।

 

ঢাকা/রিফাত/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ