ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

তবুও আত্মবিশ্বাসী কিংবদন্তি পেলে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৩, ১৪ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তবুও আত্মবিশ্বাসী কিংবদন্তি পেলে

পেলে, ব্রাজিলিয়ান কিংবদন্তি এ ফুটবলার শারীরিক অসুস্থতায় ভুগছেন। ৭৯ বছর বয়সী এ বিশ্বসেরা ফুটবলার একা একা হাঁটতেও পারছেন না। এজন্য ঘরের বাইরে যেতে বিব্রত বোধ করছেন এ কিংবদন্তি। কিছুদিন পূর্বে পেলেকে নিয়ে এমন মন্তব্যই করেছেন তার ছেলে এডিনহো।

তবে ফুটবল বিশ্বের সর্বোচ্চ গোলের মালিক পেলে জানিয়েছেন, তিনি ভালো আছেন। এখনো নিজের প্রতি আত্মবিশ্বাসী তিনি।

‘আমি আমার শারীরিক সীমাবদ্ধতা মেনে নিচ্ছি। তবে আমি আমার মতো করে নিজেকে এখনো চালিয়ে যাচ্ছি। আমি ভালো আছি।’- নিজের সম্পর্কে বলেন ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জয়ের মালিক।

২০১৫ সালে পেলের নিতম্বে অস্ত্রোপচার করা হয়। এছাড়াও গত বছর মূত্রনালীতে ইনফেকশনের জন্য হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। পেলে মনে করেন ৭৯ বছর বয়সে এটা স্বাভাবিক, ‘আমার জীবনে ভালো সময়, খারাপ সময় দুই গেছে। আমার মতো বয়সে এমন হওয়া স্বাভাবিক। আমি এসব নিয়ে ভীত নই। বরং আত্মবিশ্বাসী নিজেকে নিয়ে।’

৭৯ বছর বয়সে শারীরিক অসুস্থতা নিয়েও কাজ করে যাচ্ছেন পেলে। এ শরীর নিয়েও ফটোশ্যুট কিংবা স্পন্সরশিপের কাজগুলো করে যাচ্ছেন। এ কিংবদন্তি বলেন, ‘আমি কখনোই আমার প্রতিশ্রুতি ভঙ্গ করি না। আমি যতগুলোতে কথা দিয়েছিলাম এ ব্যস্ত সূচির মধ্যেও সব করে যাচ্ছি।’


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়