ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

তামিমের ১৩০০০

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৯, ২৩ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তামিমের ১৩০০০

তামিম ইকবাল। বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। যিনি গেল ১৩ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন।

বাংলাদেশের হয়ে ওয়ানডে খেলেছেন ২০৪টি। টেস্ট ৬০টি। টি-টোয়েন্টি ৭৭টি। আজ রোববার জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট করতে মাঠে নামার আগে তিন ফরম্যাটে তার রান ছিল ১২৯৭৩টি। ১৩০০০ আন্তর্জাতিক রান হতে প্রয়োজন ছিল ২৭ রান। মধ্যাহ্ন বিরতির পর তিনি ২৭ রান পেরিয়ে যান। তাতে ১৩০০০ আন্তর্জাতিক রান করার কৃতিত্ব দেখান।

এ পর্যন্ত ৬০ টেস্টে ১১৫ ইনিংস খেলে তার মোট রান ৪৪০৫ টি। ওয়ানডেতে ৬৮৯২টি। আর টি-টোয়েন্টিতে ১৭১৭। মোট (৪৪০৫+৬৮৯২+১৭১৭=১৩০১৪)।

তিন ফরম্যাটে তার সেঞ্চুরি আছে ২১টি। তার মধ্যে টেস্টে ৯টি। ওয়ানডেতে ১১টি ও টি-টোয়েন্টিতে ১টি।

তিন ফরম্যাটে রানের দিক দিয়ে তামিমের পরেই আছেন সাকিব আল হাসান। তার রান ১১৭৫২। ১১৫৭৫ রান নিয়ে তৃতীয় স্থানে আছেন মুশফিকুর রহিম।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়