ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ভারতে ভীত নয় সালমারা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৯, ২৩ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতে ভীত নয় সালমারা

ভারতের বিপক্ষে শেষ দুই টি-টোয়েন্টিতেই জিতেছে বাংলাদেশ।

কিন্তু এবার লড়াইটা অনেক বড় মঞ্চে। টি-টোয়েন্টির বিশ্বমঞ্চে। সেখানে ভারত অপ্রতিরোধ্য, শক্তিশালী। স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারিয়ে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে ভারত। সোমবার পার্থেও তারা বিজয়ের ঝাণ্ডা উড়াতে চায়। কিন্তু বাংলাদেশ অত সহজে  ছাড় দেবে না তা সাফ জানিয়ে রেখেছেন অধিনায়ক সালমা খাতুন।

‘ভারতের কোনো খেলোয়াড়কে নিয়ে আমরা চিন্তিত নই। আমরা ম্যাচটা দেখেছি। খুবই ভালো ম্যাচ ছিল। ওরা যেটা করেছে…আমরা আমাদের খেলা নিয়ে ভাবছি। আমরা আমাদের ম্যাচ বাই ম্যাচ যাব। আমরা বিশ্বকাপ খেলতে এসেছি নিজেদের লক্ষ্য নিয়ে। সেভাবেই এগিয়ে যাব।’ - ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বলেছেন সালমা।

ভারতের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল পাকিস্তানের বিপক্ষে। প্রস্তুতি ম্যাচ হলেও দুই দলের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। শেষ হাসিটা হেসেছিল জানাহারা, রুমানারা। মূল মঞ্চে নামার আগে পাকিস্তানকে হারানোর সুখস্মৃতি আত্মবিশ্বাস বাড়িয়েছে টাইগ্রেস শিবিরে।

‘অবশ্যই পাকিস্তানের বিপক্ষে পাওয়া জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। আমাদের দুটি প্রস্তুতি ম্যাচ ছিল। একটা হয়নি। পাকিস্তানের বিপক্ষে হয়েছে, আমরা ওই ম্যাচ জিতে ভালো পজিশনে গিয়েছি। বেশ হাড্ডাহাড্ডি ম্যাচ ছিল। ওভার অল ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবটাই ভালো ছিল। আমাদের জন্য জয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল। মূল ম্যাচে নামার আগে যে জয় এসেছে সেজন্য সবাই বেশ উচ্ছ্বসিত। ’– বলেছেন অধিনায়ক সালমা।

 

ঢাকা/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়