ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে জেতা উচিত’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৮, ২৫ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে জেতা উচিত’

টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবারের মতো ইনিংস ব্যবধানে জিতেছে বাংলাদেশ।

বাংলাদেশের পরবর্তী মিশন এখন ওয়ানডে সিরিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ১, ৩ ও ৬ মার্চ তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। মাশরাফির নেতৃত্বে আরও একবার জিম্বাবুয়েকে আতিথেয়তা দেবে বাংলাদেশ।

টেস্ট জয়ের অধিনায়ক মুনিমুল হক মনে করেন, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের মতো ওয়ানডে সিরিজও জেতা উচিত বাংলাদেশের।

টেস্ট জয়ের পর মুমিনুল বলেছেন, ‘আমার কাছে মনে হয় ওয়ানডে সিরিজ জেতা উচিত। সিরিজ জেতাটাই গুরুত্বপূর্ণ।’

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে ৭২ ম্যাচে ৪৪টিতে জয় বাংলাদেশের। হেরেছে ২৮টি। শেষ ৭ বছরে জিম্বাবুয়ের কাছে কোনো ওয়ানডে হারেনি বাংলাদেশ। এ সময়ে ১৩ ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রত্যেকটিতেই জয় লাল-সবুজ জার্সিধারীদের।

এবার প্রাপ্তির খাতায় আরও তিনটি জয় যুক্ত করতে পারে কিনা সেটাই দেখার।


ঢাকা/ইয়াসিন/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়