ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সন্ধ্যায় তামিমকে ছাড়া সিলেট যাচ্ছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩৮, ২৭ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সন্ধ্যায় তামিমকে ছাড়া সিলেট যাচ্ছে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ কবে ওয়ানডে হেরেছিল বাংলাদেশ?

স্মৃতির পাতায় অনেক খোঁজাখুজি করেও পাওয়া গেল না জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের রঙিন পোশাকের ব্যর্থতা। হবে কি করে! শেষ ৭ বছরে জিম্বাবুয়ের বিপক্ষে কোনো ওয়ানডে যে হারেনি বাংলাদেশ। এ সময়ে ১৩ ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রত্যেকটিতেই জয় লাল-সবুজ জার্সিধারীদের। এবার প্রাপ্তির খাতায় আরও তিনটি জয় যুক্ত করতে পারে কিনা সেটাই দেখার।

সেই মিশনে আজ সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে বাংলাদেশ। পূণ্যভূমিতে দিবারাত্রির তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ।

সকাল ১১টায় বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে সিলেটের উদ্দেশ্যে রওনা হচ্ছে জিম্বাবুয়ে দল। স্বাগতিক দল সিলেটের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে, নভো এয়ারওয়াজের ফ্লাইটে।

সিলেটে বাংলাদেশ একটি ওয়ানডে খেলেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। মিরাজের ৪ উইকেট, তামিমের ৮১ ও সৌম্যর ৮০ রানে সে ম্যাচে বাংলাদেশ স্রেফ উড়িয়ে দেয় ক্যারিবিয়ানদের। জয়ের রেকর্ড ধরে রাখার প্রত্যয় মাশরাফির দলের। তবে জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে বাংলাদেশের রেকর্ড খুব একটা সুখকর নয়। এ মাঠে বাংলাদেশ সাদা পোশাকে নেমেছিল তাদের বিপক্ষে। সিলেটের অভিষেক টেস্ট ম্যাচেই পরাজয়ের তিক্ত অভিজ্ঞতা পেতে হয়েছিল বাংলাদেশকে। পুরোনো ব্যর্থতা ভুলে নতুন শুরুর অপেক্ষায় গোটা দল।

দলের সঙ্গে আজ সিলেট যাচ্ছেন না তামিম ইকবাল। ব্যক্তিগত কাজ থাকা আগামীকাল সকালে রওনা হবেন তামিম।

শুক্রবার বিকেলে ম্যাচ ভেন্যুতে অনুশীলন করবে বাংলাদেশ। কৃত্রিম আলোয় বিকেলে ৩.৩০ থেকে ৬.৩০ পর্যন্ত অনুশীলন করবে দল। এর আগে জিম্বাবুয়ের অনুশীলন শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে।

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, নাঈম শেখ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা, আল-আমিন হোসেন, শফিউল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ের ওয়ানডে স্কোয়াড:

চামু চিবাবা (অধিনায়ক), তিমিসেন মারুমা, সিকান্দার রাজা, ক্রেইগ আরভিন, তিনাশে কামুনহুকামওয়ি, ওয়েসলি মাদভেরে, ক্রিস্টোফার এমপোফু, টিনোতেন্দা মুতুমবোজি, কার্ল মুম্বা, রিচমন্ড মুতুম্বামি (উইকেটরক্ষক), আইনসলে এনদোভু, ব্রেন্ডান টেলর, ডোনাল্ড টিরিপানো, চার্লটন টিসুমা ও শন উইলিয়ামস।


ঢাকা/ইয়াসিন/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়