ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

টাঙ্গাইল প্রেসক্লাবকে উড়িয়ে চ্যাম্পিয়ন কালিহাতী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৬, ১৫ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টাঙ্গাইল প্রেসক্লাবকে উড়িয়ে চ্যাম্পিয়ন কালিহাতী

টাঙ্গাইলে মুজিব বর্ষ আন্তঃউপজেলা প্রেসক্লাব ওয়ালটন ক্রিকেট ফাইনালে স্বাগতিক টাঙ্গাইল প্রেসক্লাবকে ১৪ রানে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে কালিহাতী প্রেসক্লাব।

রোববার বেলা ৩টায় টাঙ্গাইল স্টেডিয়ামে টি-টোয়েন্টি ম্যাচটি হয়। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে কালিহাতী প্রেসক্লাব ১৯.৪ ওভারে ১০৯ রানে অলআউট হয়। ১১০ রানের লক্ষ্যে টাঙ্গাইল প্রেসক্লাব ৬ উইকেটে থামে ৯৬ রান করে।

বিজয়ী দলের জিয়ন ম্যাচসেরা হন। পুরো টুর্নামেন্ট ধারাবাহিকভাবে ভালো খেলে রানার্স-আপ দলের রাশেদ খান টুর্নামেন্ট সেরা হয়েছেন। ২১৫ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কার পান দেলদুয়ার প্রেসক্লাবের সামি মোহাম্মদ। সবচেয়ে বেশি ১২টি উইকেট নিয়ে টুর্নামেন্টের শীর্ষ বোলারের পুরস্কার জেতেন টাঙ্গাইল প্রেসক্লাবের অধিনায়ক ইফতেখারুল অনুপম।

ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক উদয় হাকিম। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। এসময় টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

শাহরিয়ার সিফাত/নাসিম/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়