ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘ভারত-অস্ট্রেলিয়া দলে খেলার অযোগ্য পাকিস্তানি ব্যাটসম্যানরা’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪৪, ১৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ভারত-অস্ট্রেলিয়া দলে খেলার অযোগ্য পাকিস্তানি ব্যাটসম্যানরা’

পারফর্ম করতে না পারা খেলোয়াড়দেরও বেশি করে সুযোগ দেওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সমালোচনা করলেন সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ। তিনি বললেন, পাকিস্তানের বর্তমান দলের কোনো খেলোয়াড়ই অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড দলে সুযোগ পাওয়ার মতো নয়।

একটি ইউটিউব চ্যানেলের সাক্ষাত্কারে মিয়াঁদাদের প্রশ্ন বোর্ডের কাছে, ‘আমি তাদের কাছে জানতে চাই, পাকিস্তানে এমন কোনো খেলোয়াড় আছে যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ভারতের মতো দলে জায়গা পাবে? আমাদের কোনো ব্যাটসম্যান এসব দলে খেলতে পারবে না। আমাদের বোলার আছে কিন্তু ব্যাটিংয়ে নেই।’

ফর্মহীন খেলোয়াড়দের পেছনে টাকা খরচকে অপচয় হিসেবে দেখছেন মিয়াঁদাদ, ‘এই পৃথিবী প্রতিদিনের ভিত্তি ও মজুরিতে চলে। আজ রান করবেন, টাকা নেবেন এবং চলে যাবেন। কাল রান করবেন, আবার আপনাকে টাকা দিবো। আপনি একজন পেশাদার, যদি কাজ না করেন কিংবা রান না করেন, তাহলে কেন টাকা নিবেন? পাকিস্তান ক্রিকেট বোর্ডের এটাই কাজ। তাদের এতটুকু নিশ্চিত করতে হবে যেন কেউ মনে না করে দলে তার জায়গা একেবারেই পাকা।’

পাকিস্তানের ক্রিকেট নীতির সমালোচনা করেছেন মিয়াঁদাদ। নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করলেন ১২৪ টেস্টে ৮,৮৩২ ও ২৩৩ ওয়ানডেতে ৭,৩৮১ রান করা সাবেক ব্যাটসম্যান, ‘ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলো সিরিজ ধরে ধরে দল বাছাই করে। আপনি যদি আগের সিরিজে ৫০০ রান করেন সেটা ভুলে যায়। পাকিস্তান একমাত্র দল যেখানে একটি সেঞ্চুরির পর ১০ ইনিংস খেলতে পারবেন। কেউ ব্যর্থ হলেও তা নিয়ে কোনো উদ্বেগ নেই, এ কারণেই দলে অনেক সমস্যা।’


ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়