ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

অসুস্থ মাকে দেখতে কোয়ারেন্টাইন ছেড়ে আর্জেন্টিনায় হিগুয়েইন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৫১, ২০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অসুস্থ মাকে দেখতে কোয়ারেন্টাইন ছেড়ে আর্জেন্টিনায় হিগুয়েইন

ইতালির উত্তরাঞ্চল করোনাভাইরাসে বিপর্যস্ত। কয়েক সপ্তাহ ধরে অবরুদ্ধ রয়েছে পুরো দেশটি। প্রত্যেককে কোয়ারেন্টাইনে থাকতে কঠোর নির্দেশনা দিয়েছে ইতালির সরকার। কিন্তু মা অসুস্থ, তাই সব বাধা উপেক্ষা করে আর্জেন্টিনা ফিরলেন জুভেন্টাসের আর্জেন্টাইন স্ট্রাইকার গনসালো হিগুয়েইন।

এই বৃহস্পতিবার করোনাভাইরাসে ইতালিতে একদিনে রেকর্ড ৪৭৫ জন মারা গেছেন। সব মিলিয়ে মৃত্যুতে চীনকে ছাড়িয়ে গেছে ইউরোপের দেশটি। গত ১২ মার্চ থেকে ইতালি অবরুদ্ধ থাকলেও আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই কঠিন সময়ে মায়ের গুরুতর অসুস্থতার খবর শুনে ঘরে থাকতে পারেননি হিগুয়েইন।

ক্লাবের অনুমতি নিয়ে ইতালি ছেড়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। তুরিন বিমানবন্দর থেকে ব্যক্তিগত বিমানে দেশে ফেরার আগে করোনাভাইরাসের পরীক্ষা করেছেন, ফলাফল এসেছে নেগেটিভ। ক্লাবটির দুই খেলোয়াড় ড্যানিয়েল রুগানি ও ব্লেইস মাতুইদি করোনায় আক্রান্ত হলেও হিগুয়েইনের সঙ্গে সামি খেদিরা ও মিরালেম পিজানিচকে ইতালি ছাড়ার অনুমতি দিয়েছে সিরি ‘আ’ চ্যাম্পিয়নরা। জার্মানিতে পরিবারের কাছে ফিরে গেছেন খেদিরা, লুক্সেমবার্গে গেছেন পিজানিচ।


ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়