ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

আর্থিক ক্ষতি পোষাতে খেলোয়াড়দের সাহায্য চাইবে বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০০, ২০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আর্থিক ক্ষতি পোষাতে খেলোয়াড়দের সাহায্য চাইবে বার্সেলোনা

মহামারী করোনাভাইরাসের প্রভাবে ইতিমধ্যে ইউরোপের বড় বড় লিগগুলো বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে স্প্যানিশ লা লিগা, উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও উয়েফা ইউরোপা লিগ। দর্শকশূন্য মাঠে খেলা ও লিগ বন্ধ হয়ে যাওয়ায় বিরাট ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে ইউরোপের বড় বড় ক্লাবগুলো। ব্যতিক্রম নয় স্প্যানিশ লা লিগার শীর্ষে থাকা ক্লাব বার্সেলোনা।

ইতিমধ্যে তারা ক্ষতির সম্মুখীন হয়েছে। এই আর্থিক ক্ষতি কিভাবে পুষিয়ে নেওয়া যায় সে বিষয়ে আলোচনা করতে স্থানীয় সময় আজ শুক্রবার এক জরুরি সভা ডেকেছে বার্সা। সেখানে খেলোয়াড়দের কাছ থেকে সহযোগিতা ও পরামর্শ চাইবে কাতালান ক্লাবটি।

চলতি মৌসুমে বার্সেলোনা নতুন খেলোয়াড় কেনার পেছনে ৬১ মিলিয়ন ইউরো খরচ করেছে। খেলোয়াড়দের বেতন ও অন্যান্য খরচ বাবদ খরচ হবে ৫০৭ মিলিয়ন ইউরো। বকেয়া থাকা ১৩৫ মিলিয়ন বেতনও দিতে হবে তাদের।

এমন পরিস্থিতিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় রীতিমতো বিপাকে পড়েছে তারা। করোনার কারণে স্পেনের লিগ যদি দুই থেকে তিন মাস বন্ধ থাকে তাহলে এই ক্ষতি পুষিয়ে নিতে হিমশিম খেতে হবে কাতালান ক্লাবটিকে।

কিভাবে কী করা যায় সেটা নিয়ে আলোচনা করতেই সবাই বসবে।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়