ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

একদিনে দুই ম্যাচ খেলতে সমস্যা নেই মর্গানদের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৫, ১ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
একদিনে দুই ম্যাচ খেলতে সমস্যা নেই মর্গানদের

একই দিনে আলাদা দুইটি ভেন্যুতে দুটি ভিন্ন ফরম্যাটের আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে ইংল্যান্ড। বিষয়টা অদ্ভুতুড়ে শোনালেও এমনটাই ভাবছে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ান মরগান।

করোনাভাইরাসের কারণে সারাবিশ্বের ক্রিকেট থেমে গেছে। ইংল্যান্ডের শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ ভেস্তে গেছে। বাতিল হয়ে যেতে পারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজও। জুন জুলাইতে খেলা শুরু হলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা রয়েছে তাদের।

মরগান ভাবছেন, খেলা শুরু হলে তাঁর নেতৃত্বে সাদা বলের ক্রিকেটে তারা অস্ট্রেলিয়ার মোকাবিলা করলো অপরদিকে জো রুটের অধিনায়কত্বে ইংল্যান্ডের আরেকটি দল টেস্ট খেলতে নেমে পড়লো। আর এতে কোনো সমস্যা দেখছেন না মরগান। বরং নতুন এই অভিজ্ঞতা পেতে মুখিয়ে আছেন তিনি।

‘এই অস্বাভাবিক পরিস্থিতি শেষে প্রতিটি বিকল্পই সামনে আসতে পারে। আমাদের দলের কারো একইদিনে দুই ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়নি বলে আমার মনে হয়। আর অবশ্যই আমার এরকম অভিজ্ঞতা কখনো হয়নি। আমি মনে করি, যত বেশি ক্রিকেট খেলার সুযোগ পাওয়া যাবে, সব খেলোয়াড় ততবেশি বিষয়টিকে সমর্থন জানাবে।’- এভাবেই নিজের ভাবনা সম্পর্কে জানান মরগান।

তবে ইংল্যান্ডের বর্তমান অবস্থায় ক্রিকেট নিয়ে ভাবছে না কেউই। ইতিমধ্যে করোনায় দেশটিতে মারা গেছেন ২৩০০ এর মতো মানুষ। আর আক্রান্ত হয়ে আছেন ত্রিশ হাজারের কাছাকাছি। দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনও করোনায় আক্রান্ত হয়ে আছেন। এমন অবস্থা নিয়ে সদ্য বাবা হওয়া মরগান বলেন,

‘আমরা এক অনিশ্চিত মুহূর্ত কাতাচ্ছি। ভাইরাসটির সংক্রমণ বাড়বে নাকি কমবে জনগণ এসব দেখার অপেক্ষায় আছে। এটি আমাদের উপর কি রকমের প্রভাব ফেলবে সেটি নিয়ে ভাবছে। বাস্তবিক অর্থে, আমরা এই সময় খেলার কথা ভাবতেও পারি না। সার্বিক অবস্থা ঠিক হওয়ার আগ পর্যন্ত আমরা বলতে পারবো না আবার কবে ম্যাচ খেলতে নামবো বা কয়টা ম্যাচ খেলতে পারবো। অবস্থা এখন এতটাই গুরুতর।’

ইংল্যান্ড আদৌ কি একই দিনে দুইটি ম্যাচ খেলতে নামবে কিনা তা ভবিষ্যতে দেখা যাবে। তবে তাদের ইতিহাসে এমন ঘটনা রয়েছে। ১৯৩০ সালের জানুয়ারিতে নিউ জিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একই সময়ে টেস্ট খেলতে নেমেছিল। তবে সেই একবারই। ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা আর কখনো ঘটেনি।


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ