ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘এমআর ফিফটিন’ ফাউন্ডেশন শুরুর ঘোষণা মুশফিকের

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২১, ২৬ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘এমআর ফিফটিন’ ফাউন্ডেশন শুরুর ঘোষণা মুশফিকের

মুশফিকুর রহিম || (ছবি: ফেসবুক)

নিজের নামে ফাউন্ডেশন শুরুর ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। মঙ্গলবার রাতে ফেসবুক লাইভে এসে এ ঘোষণা দেন মুশফিকুর রহিম।

মুশফিক জানান, তাঁর ফাউন্ডেশনের নাম হবে ‘এমআর ফিফটিন।’ মুশফিকুর রহিমের নাম ও জার্সি নম্বর মিলিয়ে এসেছে ‘এমআর ফিফটিন।’

নিজের ফেসবুক থেকে লাইভে এসে মুশফিক বলেন,‘এখন এমন একটা সময় যেখানে আপনাদের প্রতিদান দেওয়ার অনেক কিছু আছে। প্রতিদান দেওয়ার জন্য কিছু পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। সেই পদক্ষেপের প্রথমেই আছে আমার স্বপ্নের এমআর ফিফটিন ফাউন্ডেশন তৈরি করা। আপনারা জেনে খুশি হবেন খুব শিগগিরিই আমি এ ফাউন্ডেশন শুরু করবো।’ 

নিজের ফাউন্ডেশনের লোগো তৈরির দায়িত্ব ভক্তদের ওপর ছেড়ে দিয়েছেন মুশফিক। জাতীয় দলের এ ক্রিকেটার জানিয়েছেন, ভক্তদের তৈরি করা লোগো থেকে বাছাই করে একটি চূড়ান্ত করা হবে। বিজয়ীকে নিজের অটোগ্রাফ সংবলিত একটি জার্সি উপহার দেবেন। এছাড়া শীর্ষ পাঁচ ডিজাইনারদের নিয়ে রাজধানীর একটি হোটেলে ডিনারের আয়োজন করবেন।

লোগোর ডিজাইন কোথায়, কিভাবে ও কত দিনের মধ্যে পাঠাতে হবে, তা শিগগিরই নিজের অফিসিয়াল ফেইসবুক পাতায় জানানো হবে।

 

ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়