ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

আমি ম্যাচে ৮ উইকেটই নেবো আর অবসরে যাবো: মুরালি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৯, ৩০ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
আমি ম্যাচে ৮ উইকেটই নেবো আর অবসরে যাবো: মুরালি

শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনকে বলা হয় স্পিন বোলিংয়ের রাজা। পরিসংখ্যানও তাঁর হয়ে কথা বলে। আন্তর্জাতিক ক্রিকেটে নামের পাশে আছে ১৩৪৭ উইকেট; এরমধ্যে ৭৭ বার ইনিংসে নিয়েছেন পাঁচ উইকেট। যেকোন বোলারের জন্য এ কীর্তি পাহাড়ের চূড়ায় ওঠার মতো কঠিন কাজ। এরমধ্যে টেস্টে নিয়েছেন রেকর্ড ৮০০ উইকেট, ৬৭ বার ইনিংসে পাঁচ উইকেট ও ২২ বার ম্যাচে ১০ উইকেট। মুরালি ক্যারিয়ারজুড়ে নিজেকে নিজে প্রতিদ্বন্দ্বী বানিয়ে ছাড়িয়ে গেছেন সবাইকে।

মুরালির নিজেকে নিজে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার তেমনই এক ঘটনা স্মরণ করলেন তাঁরই সতীর্থ আরেক গ্রেট কুমার সাঙ্গাকারা। রবিচন্দ্রন আশ্বিনের সাথে ইনস্টাগ্রাম লাইভে মুরালির শেষ টেস্ট নিয়ে একটি ঘটনা বলেন তখনকার লঙ্কান অধিনায়ক সাঙ্গাকারা।

২০১০ সালে দেশের মাটিতে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলে শ্রীলঙ্কা। আর সে সিরিজের আগে মুরালি ঘোষণা দেন গলে প্রথম টেস্ট খেলেই অবসরে যাবেন তিনি। আর ঠিক সেসময় মুরালির নামের পাশে টেস্ট উইকেট ছিল ৭৯২টি। আর ৮ উইকেট পেলেই ইতিহাসের প্রথম বোলার হিসেবে ৮০০ উইকেট ছুঁয়ে ফেলবেন তিনি। কিন্তু যদি মাত্র ১ টেস্ট খেলে অবসরে চলে যান তবে মাইলফলক যদি অধরা থেকে যায়। তার উপর খেলা ভারতের সাথে। যারা স্পিন ভালো খেলে। মুরালিরও বয়স হয়ে গেছে ৩৮ বছর। পারবেন তো মুরালি? নাকি অন্য পরিকল্পনা করাই উত্তম। অধিনায়ক সাঙ্গাকারা রিস্ক নিতে চাইলেন না। তাই বিকল্প ভাবনা ভাবতে শুরু করলেন সাঙ্গাকারা।
 


এ নিয়ে আশ্বিনকে সাঙ্গাকারা বলেন, ‘মুরালি তখন ৮০০ উইকেট থেকে আর মাত্র ৮ উইকেট দূরে ছিল। আমরা সবাই জানি এটা অবিশ্বাস্য এক কীর্তি। তো গলে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের আগে সে ঘোষণা করলো ওই ম্যাচ খেলেই অবসরে যাবে। আর তখন আমি দলের অধিনায়ক। আমি তখন নির্বাচকদের বললাম, মুরালি প্রথম টেস্ট খেলে অবসরে যেতে চায়। এটা হওয়া উচিত নয়। আমরা তাকে ওই ৮ উইকেট নিয়ে তারপর অবসরে যেতে বলি। এই জন্য আমরা তাকে মিটিংয়ে ডাকি।’

মিটিংয়ে মুরালিকে সাঙ্গাকারা বলেন, ‘আমি জানি তুমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করো। কিন্তু আসলে আমি মনে করি না, এক টেস্ট খেলে অবসরে যাওয়া তোমার উচিত হবে। এটা আমাদের জন্য খুব দুঃখের হবে, যদি তুমি ৮০০ উইকেটের মাইলফলক ছুঁতে না পারো। তাই আমি মনে করি, তুমি সিরিজের প্রথম টেস্ট আর শেষ টেস্ট খেলো। কিংবা এই সিরিজের প্রথম টেস্ট খেলে। পরবর্তী সিরিজে গিয়ে অবসর নাও।’

এরপর মুরালির উত্তর জানিয়ে সাঙ্গাকারা আরও যোগ করেন, ‘মুরালি আমাদের বললো, ‘এটা না আমার জন্য কাজ করবে না দলের জন্য। আমি সবসময় চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। আর আমি যদি নিজেকে সেরা স্পিনার দাবি করে থাকি, তবে গলে বিশ্বের যেকোন দলের বিপক্ষে আমার ৮ উইকেট নেওয়া উচিত। আর যদি আমি ৮ উইকেট নিতে পারি, তবে কেবল আমি ৮০০ উইকেটের মাইলফলক ছুঁতে পারবো এমন নয়, দলও টেস্ট ম্যাচ জিততে পারবে। সুতরাং, আমি নিতে পারলে এই ম্যাচে নিতে পারবো। নয়তো না। আর এটাই হবে আমার শেষ ম্যাচ। ধন্যবাদ সবাইকে। আর আমি এই ম্যাচে ৮ উইকেটই নিবো।’’
 


মুরালি সেই টেস্টে ৮ উইকেটই নিয়েছিলো। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে নিয়েছিলো আরও ৩ উইকেট। শ্রীলঙ্কাও ভারতকে সেই ম্যাচে ১০ উইকেটে হারিয়েছিলো।

আর তখন অধিনায়ক সাঙ্গাকারার কী অনুভূতি হয়েছিলো? সেই লাইভে সেটি জানিয়ে সাঙ্গাকারা বলেন, ‘আমি তখন মনে মনে ভাবছিলাম, আর এই জন্যই তিনি একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার, সেরা স্পিনার।’


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়